রাহমান মনি: জাপানে ইসলাম প্রচারে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন WAMS (We Are Muslims)Japan -এর আমন্ত্রণে জাপান সফর করছেন বিশিষ্ট দাঈ ও ইসলামিক ব্যক্তিত্ব, ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ। এসময় তিনি প্রবাসীদের আয়োজনে বিভিন্ন মাহফিলে বয়ান করেন।
জাপান প্রবাসী বাংলাদেশিদের স্বেচ্ছসেবী সংস্থা WAMS Japan উদ্যোগে ১৫ থেকে ২২ নভেম্বর ৮ দিনের ইসলামিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক হিসেবে যোগ দেন শায়খ আহমাদুল্লাহ । এসময় তিনি ব্যস্ততম সময় কাটান ।
১৫ নভেম্বর তিনি নারিতা বিমান বন্দর দিয়ে জাপান সফর শুরু করেন । ১৬ নভেম্বর ঐতিহাসিক হিরোশিমা পরিদর্শন করে ওইদিন রাতেই টোকিও ফিরেন ।
১৭ নভেম্বর শুক্রবার টোকিওর কামাতা মসজিদে পবিত্র জুম্মা নামাজের ইমামতি করেন । একইদিন সন্ধ্যায় টোকিওর কিতা সিটি ওজি হোকুতোপিয়ার সাকুরা হলে হাজারো প্রবাসীর উপস্থিতিতে এক ইসলামিক আলোচনা ও প্রশ্নোত্তর মূল আলোচক হিসেবে যোগ দেন ।
১৮ নভেম্বর শনিবার তিনি আইচি প্রিফেকচারের নাগোয়া ‘আনজো মসজিদ’, রাতে ওসাকার ‘ইবারাকি মসজিদ’ , ১৯ নভেম্বর রোববার দুপুরে ইবারাকি প্রিফেকচারের ‘ইশিগে মসজিদ’, রাতে কানাগাওয়া প্রিফেকচারের সাগামিহারা ‘তানা মসজিদ’, ২০ নভেম্বর সোমবার দুপুরে সাইতামা প্রিফেকচারের ‘মিসাতো মসজিদ’, রাতে গুনমা প্রিফেকচারের ‘কুবা’ মসজিদ সমুহে প্রধান আলোচক হিসেবে বয়ান করেন ।
২১ নভেম্বর মঙ্গলবার টোকিওর ‘ইয়াশিন কিয়োকাই মাদ্রাসা’র ‘তালিমুল কোরআন’ পরিদর্শন করেন ।
২২ নভেম্বর বুধবার স্বদেশের উদ্দেশ্যে জাপান ত্যাগ করেন।
উল্লেখ্য, এবারের সফর শায়খ আহমাদুল্লার দ্বিতীয় বারের মতো । এর আগে একই সংগঠনের আমন্ত্রণে ২০১৯ সালের ১৩ থেকে ১৬ সেপ্টেম্বর চার দিনের ইসলামিক অনুষ্ঠানমালার আয়োজন-এ প্রধান আলোচক হিসেবে যোগ দিয়েছিলেন শায়খ আহমাদুল্লাহ ।
Leave a Reply