সুষম শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা
মোহাম্মদ সেলিম: মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের শিলই সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনায় বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এর ফলে এখানে শিক্ষা কার্যক্রমে অস্থিরতা বিরাজ করছে। চরাঞ্চরের পদ্মা নদীর তীরবর্তী এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সুষম শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
এই শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল চলাকালীন সময়ে সকালের শিপটে কোচিং বাণিজ্য চলে। সকাল ৯টায় প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা। কিন্তু সেই ক্লাস কোনোভাবেই যথা সময়ে শুরু হয় না। এর প্রকৃত কারণ হচ্ছে সেই সময়টাতে এখানকার একাধিক শিক্ষক স্কুলে আসেন না। তারা বেশির ভাগ সময় ১০টার দিকে স্কুলে আসেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে বিলম্বে স্কুলে আসা শিক্ষকরা এ বিষয়ে নানা অজুহাত দেখান বলে জানা গেছে। এখানকার অন্যান্য শিক্ষকরা মুন্সীগঞ্জ থেকে এখানে আসেন। আর যানজটের কারণেই তারা সঠিক সময়ে স্কুলে আসতে পারেন না বলে অজুহাত দাঁড় করান।
তবে এখানে সকাল ৯টার আগেই কোচিং করাতে স্কুলে চলে আসেন সহকারী শিক্ষক জুয়েল বেপারি। বর্তমানে তিনি এখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। ইতোপূর্বে এখানকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অন্যত্র বদলি করা হয়েছে।
এখানে স্কুল চলাকালীন সময়ে প্রতিদিনই দ্বিতীয় তলায় শুরু হয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে কোচিংয়ের ক্লাস। এখানকার শিক্ষক জুয়েল বেপারি এ ক্লাস পরিচালনা করে থাকেন অর্থের বিনিময়ে। এখানে কোচিং বাবদ জুয়েল দেওয়ান শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৫০০ টাকা করে নেন বলে শিক্ষার্থীরা দাবি করেন। এখানে কোচিংয়ের কারণে প্রথম ও দ্বিতীয় শ্রেণির প্রথম ঘন্টার কোনো ক্লাস আর হয়ে ওঠে না। শিক্ষার্থীরা ক্লাসে যথাসময়ে সকালের শিপটে উপস্থিত থাকলেও প্রাক প্রাথমিকের কোনো ক্লাস এখানে হয় না। তবে এখানকার পরিস্থিতি সামাল দিতে মাঝে মধ্যে স্কুলের দপ্তরি ক্লাস নেন বলে অভিযোগ উঠেছে। এখানে প্রতিদিন পিটি ক্লাস হওয়ার কথা। কিন্তু বেশির ভাগ দিনই এখানে সেটি হয় না বলে শিক্ষার্থীরা অভিযোগ তুলে ধরেন। এখানকার পাঠটিকা অনুসরণ করে কোনো ক্লাস হয় না বলে অভিযোগ পাওয়া গেছে। এখানে পুরনো পাঠটিকা সাজিয়ে রাখা হয়েছে বলে জানা গেছে। স্কুলে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতির লক্ষ্যে মা সমাবেশ হওয়ার কথা। কিন্তু সঠিকভাবে হচ্ছে না বলে কেউ কেউ অভিযোগ করছেন।
এদিকে স্কুলের অনুপস্থিত শিক্ষার্থীদের কাছ থেকে জরিমানা হিসেবে অর্থ আদায় করা হচ্ছে বলে জানা গেছে। নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পড়ালেখার খোঁজ খবর নিয়ে মাসিক প্রতিবেদন তৈরি করার কথা। কিন্তু সেটি স্কুলে বসে বসেই করা হয় বলে এমনটি জানা গেছে। এখানকার শিক্ষকদের বিরুদ্ধে ভালো মন্দ খাবারের বিনিময়ে ক্লাসের পরীক্ষার ফলাফল পরিবর্তনের অভিযোগ পাওয়া গেছে। প্রথম সাময়িক পরীক্ষায় এমন ঘটনা এখানে ঘটেছে। পরে অভিভাবকদের চাপের মুখে সেই ফলাফল আবার সঠিকভাবে প্রকাশ করা হয় বলে জানা গেছে।
শিলই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি হচ্ছে পদ্মা নদীর তীরবর্তী একটি এলাকার শিক্ষা প্রতিষ্ঠান। এটি সদরের শেষ সীমান্ত এলাকার একটি ইউনিয়ন। এখানে যেতে কয়েকটি ইউনিয়ন টপকিয়ে তবেই যেতে হয়। এখানে ৮ জন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে আছেন মাত্র ৫জন শিক্ষক। তার মধ্যে ইতোমধ্যে এখান থেকে একজন শিক্ষককে অন্যত্র বদলি করা হয়েছে। তাতে এখানে ৪ জন শিক্ষক রয়েছে। দূরের এ স্কুলের তেমন খোঁজ খবর নেন না কেউ। আর এ কারণে এখানে অনিয়মের বাসা বেঁধেছে। এ সুযোগ কাজে লাগায় এখানকার দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা। এখানে বিকাল সোয়া ৪টা পর্যন্ত স্কুল চলার কথা। কিন্তু কখনো কখনো সাড়ে তিনটার দিকে স্কুল ছুটি হয়ে যায়। পঞ্চম শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা সাড়ে ১২টার দিকে। কিন্তু কোচিংয়ের কারণে এখানে শিক্ষার্থীরা চলে আসেন পৌনে ৯টার দিকে। পঞ্চম শ্রেণিতে প্রায় ৫০জনের ওপরে শিক্ষার্থী রয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুয়েল বেপারি বলেন, তিনি এখানে বিনা পয়সায় শিক্ষার্থীদের কোচিং ক্লাস করান। তার বিরুদ্ধে উঠা অভিযোগ সত্য না।
স্কুল পরিচালনা পরিষদের সভাপতি নূরে মাহবুব আলম লিটন বলেন, স্কুলে শিক্ষক সংকট রয়েছে। কোনো কোনো সময় তিনিও এখানে ক্লাস নিয়ে থাকেন বলে দাবি করেন। কোচিংয়ে টাকা নেয়ার বিষয়টি তিনি জানেন। শিলই ইউনিয়ন পরিষদের মেম্বার ওসমান গনি বলেন, স্কুলে অনিয়ম থাকলে সেটি এ বিভাগের কর্তা ব্যক্তিদের দেখা উচিত। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোফাজ্জল হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেলে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের কাগজ
Leave a Reply