আওয়ামীলীগ থেকে এমপি পদে মনোনয়ন পাওয়ায় উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমদের পদত‍্যাগ।

নাছির উদ্দিন: মুন্সীগঞ্জ ১ আসনে আওয়ামীলীগ থেকে মনোনীত নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়ায় সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে মহিউদ্দিন আহমেদ পদত‍্যাগ করেছেন।

সোমবার বিকেলে ৫ টা পর্যন্ত উপজেলা পরিষদ কার্যালয়ে তিনি অফিস করে, স্থানীয় সরকার বিভাগ দপ্তরের কর্মকর্তাগণ সাক্ষাৎ করেন। এরপর মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান তাকে এম পি পদ পার্থী মনোনীত করায় শুভেচ্ছা জানাতে সৌজন্য সাক্ষাত করেন।
এছাড়া উপজেলার মুক্তিযোদ্ধা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের সভাপতি হাজী রফিকুল ইসলাম দুদু, রশুনিয়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আবু সাঈদ, লতব্দী ইউপি চেয়ারম্যান হাফেজ ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন ভূইয়া, যুবলীগ নেতা মনোয়ার হোসেন মনু, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ সুমন, সাধারণ সম্পাদক আহসানউল্লাহ রয়েল, ছাত্রলীগ সভাপতি আরিয়ান আব্দুল্লাহ অনিক, সাধারণ সম্পাদক কাউসার খান প্রমুখ।

Leave a Reply