রাহমান মনি: সিরাতুন্নবী উদযাপন উপলক্ষ্যে জাপানে বিভিন্ন শ্রেনীর বয়সভিত্তিক ‘ইসলামিক কুইজ প্রতিযোগিতা, ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে । ২৬ নভেম্বর ’২৩ রোববার টোকিওর অদুরে সাইতামা প্রিফেকচারে অবস্থিত “বায়তুল আমান মসজিদ কমপ্লেক্স”-এ ইসলামিক ফাউন্ডেশন, জাপান আয়োজিত এই কুইজ প্রতিযোগিতায় বাংলাদেশ সহ অন্যান্য দেশের বিভিন্ন শ্রেনীর মুসলীম প্রবাসী এবং তাদের এদেশীয় ও জাপানে বসবাসকারী শিশুকিশোররা অংশ নিয়ে থাকে ।
মঈন রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘জাপান মুসলিম এ্যাসোসিয়েশন’ এর ডাইরেক্টর, প্রখ্যাত জাপানিজ দাঈ ও ইসলামিক স্কলার আহমেদ মাএনো ।
ইসলামিক কালচারাল ফাউন্ডেশন এর সভাপতি আব্দুল মালেক এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বায়তুল আমান মসজিদের খতিব মাওলানা সাবের আহমেদ।
শিশু কিশোরদের উদ্যেশ্যে সীরাত-আলোচনা করেন প্রধান অতিথি আহমেদ মাএনো ।
কোরআন এবং হাদিসের আলোকে ইসলামিক জীবন গড়ার উপর পূর্ব সরবরাহকৃত ৫০ টি প্রশ্ন থেকে এমসিকিউ (M CQ) পদ্ধতিতে ২৫টি প্রশ্নের উত্তর দিতে হয় ।
অনূর্ধ্ব ৯ বছর, ৯ থেকে ১১ বছর, ১২ থেকে ১৮ বছর এবং ১৮ বছর-এর ঊর্ধ্বে, এই চারটি বিভাগে ভাগ করে প্রতিটি বিভাগ থেকে ১০ জন করে মোট ৪০ জনকে পুরস্কৃত করা হলেও অংশগ্রহণকারী সকলকে বিশেষ পুরস্কারে উৎসাহিত করা হয় ।
এ যাবত কালে জাপান প্রবাসীদের যে কোন আয়োজন থেকে সর্বাধিক সংখ্যক শিশুকিশোর অনুষ্ঠানে অংশ নিয়ে থাকে । বায়তুল আমান মসজিদ কমপ্লেক্স শিশুকিশোরদের পদচারনায় মুখরিত ছিল ।
Leave a Reply