মুন্সিগঞ্জে ‘সাধুসঙ্গ’, যোগ দিচ্ছেন নিপুণ-ফারিয়া

দেশের নানান প্রান্তের ভক্তরা লালন বাণী শুনতে হাজির হন এই আয়োজনে

প্রতি বছরের মতো এবারও মুন্সিগঞ্জের সিরাজদিখানের দোসরপাড়ায় ফকির লালনের পদ্মহেম ধামে বসছে সাধুসঙ্গের আসর। এবারের আসরে বিশেষ অতিথি হিসেবে যোগ দিচ্ছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার ও অভিনেত্রী শবনম ফারিয়া।

তথ্যটি নিশ্চিত করেছেন এই ধামের সভাপতি কবির হোসেন।

তিনি বলেন, ‘‘শনিবার (২ ডিসেম্বর) বিকেল ৩টায় লালন সাঁইয়ের অধিবাসের আগমনী গান পরিবেশনের মাধ্যমে সঙ্গ শুরু হবে। চলবে রাত ২টা পর্যন্ত।’’

এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক আবু জাফর রিপন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, লতব্দী ইউনিয়ন চেয়ারম্যান হাফেজ ফজলুল হক প্রমুখ।

উল্লেখ্য, সাধুসঙ্গে দরবেশ নহির সাঁইসহ আরও অনেকে লালন বাণী পরিবেশন করবেন। এখানে দেশের নানান প্রান্তের লালন ভক্তরা লালন বাণী শুনতে হাজির হন। আয়োজনটির পৃষ্ঠপোষকতায় রয়েছে সিটি ব্যাংক।  

কবির হোসেন বলেন, ‌‘‘গত ১৯ বছর ধরে এই সাধুসঙ্গ আয়োজন করছি আমরা। এর মূল উদ্দেশ্য লালন সাঁইজির বাণী ও দর্শন মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। আমরা যেন একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি। যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না।’’

Comments are closed, but trackbacks and pingbacks are open.