
৩ ছাত্রকে পৈশাচিক নির্যাতন
গজারিয়ায় তিন মাদ্রাসা ছাত্রকে পৈশাচিক নির্যাতনের ঘটনায় ৩০ এপ্রিল মো. শফিউদ্দিন নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করে কারাগারে পাঠায় পুলিশ। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে তিনি পুনরায় মাদ্রাসায় যোগদান করেন। এদিকে আবারও তার বিরুদ্ধে ছাত্র বলাৎকারের অভিযোগ উঠেছে। এই ঘটনার পর গা ঢাকা দিয়েছেন তিনি আর একের পর এক ছাত্র বলাৎকারের অভিযোগ উঠায় মাদ্রাসাটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের নাম মো. শফিউদ্দিন (৫১)। তিনি উপজেলার টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামের অধিবাসী।