মুন্সীগঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ একই পরিবারের দগ্ধ ৪

মুন্সীগঞ্জে একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য তিন জনকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনিস্টিউটে পাঠানো হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে মুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুর এলাকায় একটি পাঁচতলা ভবনের পঞ্চমতলায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

অগ্নিদগ্ধরা হলেন- রিজভি আহমেদ রাসেল (৪২), তার স্ত্রী রোজিনা বেগম (৩৫) ও তাদের শিশু সন্তান রাইয়ান আহমেদ (৩) এবং রিজভি আহমেদের মা সাহিদা খাতুন (৬৫)। তাদের সিরাজগঞ্জ জেলায়। তারা ওই ভবনের ভাড়াটিয়া।

এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো মোস্তফা মোহিসন জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত হতে পারেননি তারা। 

ওই এলাকার বাসিন্দা মুন্সীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সোহেল রানা রানু জানান, সকালে বিস্ফোরণের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় রিজভি, রোজিনা ও সাহিদাকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনিস্টিউটে প্রেরণ করে মুন্সীগঞ্জ হাসপাতাল কর্তৃপক্ষ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.