নাছির উদ্দিন: ঘূর্নিঝড় মিগজাউনের প্রভাবে টানা দুই দিনের বর্ষণে উপজেলার ৫০ টি ইটভাটার প্রস্তুতকৃত কাঁচা ইট নষ্ট হয়ে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। এতে দিশেহারা হয়ে পরেছে ইটভাটার দু’ই শতাধিক মালিক। লগনী,হাওলাম, স্বর্ণালংকার বন্ধকি রেখে লাভের আশায় প্রস্তুত করেছিলেন ইট।
এসব ইটভাটার মালিক ও ম্যানেজাররা জানান,তৈরী কাঁচা ইট নষ্ট হয়ে ৫ থেকে ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সরেজমিনে সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নের ধলেশ্বরী নদীর তীরবর্তী এলাকার মোল্লা বিক্সস ও নুর বিক্সসসহ বেশ কটি ইটভাটায় গিয়ে দেখা যায় দুদিনের টানা বৃষ্টির ফলে এসব ইটভাটার পোড়ানোর জন্য প্রস্তুত ইটগুলো নষ্ট হয়ে গেছে।আর এসব ইটভাটার কর্মরত শ্রমিকরা কাজ না করতে বসে বসেই খোরাকি খরচ দিতে হচ্ছে মালিকদের ।
ন্যাশনাল ব্রিক্সস এর মালিক ও মুন্সীগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির কোষাধ্যক্ষ নাসির মোল্লা জানান গত দুদিনের টানা বৃষ্টিতে একেকটি ইটভাটার প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সব মিলিয়ে ৭ কোটি টাকার ক্ষতির স্বীকার হয়েছে ব্যবসায়ীরা।