ডুবে যাওয়া ট্রলার ৩০ ফুট গভীরে শনাক্ত, মোটরসাইকেল উদ্ধার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় এখনো দুজন নিখোঁজ রয়েছেন।

রোববার (১৭ ডিসেম্বর) সকাল থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার শুরু হয়েছে। এদিকে দ্বিতীয় দিনের অভিযানে দুর্ঘটনার ১৪ ঘণ্টা পর ডুবে যাওয়া ট্রলারটি নদীর ৩০ ফুট গভীরে শনাক্ত হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি মোটরসাইকেল।

নিখোঁজরা হলেন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদের সদস্য হারুনুর রশিদ (৬০) ও রাজধানীর ধানমন্ডি এলাকার বাসিন্দা লতিফুর রহমানের ছেলে মাহফুজুর রহমান (৩৫)।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপপরিচালক ওবায়দুল করিম জানান, বৈরী আবহাওয়ায় গতকাল অভিযান বন্ধ করা হয়। ভোর ৬টায় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু হয়। দুই ঘণ্টা অভিযানের মাথায় বেলা ৮টার দিকে ডুবে যাওয়ার ট্রলারটি নদীর তলদেশে শনাক্ত করা হয়। তার দিয়ে সেটি বেঁধে ফেলা হয়েছে। ডুবন্ত ট্রলারটির পাশে একটি মোটরসাইকেল পাওয়া গেছে।

এ বিষয়ে আবদুল্লাহ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ হাসনাত গণমাধ্যমকে জানান, বাল্কহেডের সুকানি-মাস্টারসহ যারা ছিলেন তাদের সন্ধানে অভিযান চলছে। তাদের গ্রেপ্তার করে এ বিষয়ে মামলা দায়ের করা হবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.