মুন্সীগঞ্জে ট্রলারডুবিতে ইউপি সদস্যসহ নিখোঁজ ২

মুন্সীগঞ্জের পদ্মা শাখা নদীতে ট্রলারডুবির ঘটনায় দুইজন এখনও নিখোঁজ রয়েছে। একজন ঢাকার ধানমন্ডি এলাকার মাহফুজুর রহমান অপরজন সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য হারুন অর রশিদ (৫২)।

গতকাল শনিবার সোয়া ৬টার দিকে উপজেলার হাসাইল এলাকার পদ্মা শাখা নদীতে ট্রলার পারাপারের সময় এ ঘটনা ঘটে। পুলিশ বাল্কহেড জব্দ করলেও কাউকে গ্রেফতার করতে পারেনি।

এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন ছয় বছরের মেয়ে ফাহিজা ও ১৮ বছরের শিফা আক্তার।

এদিকে রোববার (১৭ ডিসেম্বর) সকাল থেকে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। স্বজনদের খোঁজে নদীর পাড়ে অপেক্ষা করছেন পরিবারের লোকজন।

বিজ্ঞাপন

সারাবাংলা

Comments are closed, but trackbacks and pingbacks are open.