ডাকাতির প্রস্তুতিকালে মুন্সীগঞ্জের সিরাজদীখানে দেশীয় অস্ত্রসহ ডাকাতদলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত ৩ টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার ইছাপুরা চৌরাস্তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ২টি চাইনিজ কুড়াল, ৩টি রামদা, ৫টি লোহার রড ও ১টি পিকআপ ভ্যান জব্দ করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার শাকতালা গ্রামের পলাশ মিয়া (২৮), ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকড়ি মুকড়ি গ্রামের মো.জাকির হোসেন (৩৫), বরিশালের মুলাদি উপজেলার চর ভাটামারা গ্রামের মো. শাকিল (২৩) ও তার ভাই হৃদয় হাওলাদার (২৪), একই উপজেলার চর মালিয়া গ্রামের মো. জামাল মিয়া (৩৬), শরীয়তপুরের সখিপুর উপজেলার বেপারীকান্দি গ্রামের নুর মোহাম্মদ (৩২), চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের সবুজ (২৯) ও পটুয়াখালীর বাউফল উপজেলার বটকাজল গ্রামের সাদ্দাম বিশ্বাস (৩৯)।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম জানান, গভীর রাতে উপজেলার ইছাপুরা চৌরাস্তায় দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো একদল ডাকাত। গোপনে সংবাদ পেয়ে সিরাজদীখান থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাতদলের ৮ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হন তারা। ডাকাতদলের সদস্যদের কাছ থেকে দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
Leave a Reply