মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মামলা নিস্শত্তি না হওয়ার আগেই দোকান ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে । জানাগেছে, টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া বাজারের উত্তর পাশে মাঠ সংলগ্ন আর এস ২৬৮ নং দাগের ৬৩ শতাংশ থেকে ২.৬৩ শতাংশ করে দুই ভাই মোট ৫.২৬ শতাংশ উপজেলার কামারখাড়া গ্রামের মৃত আহম্মদ গাজীর ছেলে খালেক গাজী নিকট থেকে পাশের পঁয়সাগাও গ্রামের মৃত আজিজ বেপারীর ছেলে কাইয়ুম বেপারী ও কামাল বেপারী ১০ই জুন ২০৯৯ ই তারিখে দলিল মূ্ল্যে ক্রয় করে । জমি ক্রয় করার পর থেকে দোকান ঘর নির্মাণ করে ভোগ দখল করে আসছে ।
উক্ত সম্পত্তি নিয়ে মুন্সীগঞ্জ আদালতে মামলা চলমান রয়েছে । জমির গ্রহীতা কাইয়ুম বেপারী জানান, মামলা চলমান থাকার পরও উপজেলা কামারখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লূৎফর হালদার খুকু গংরা বেকু দিয়ে আমার ও আমার ছোট ভাই কামাল বেপারীর খরিদ করা জমির উপর দোকান ঘর ভাংচুর করে সে আমাদের ভোগ দখলিয় জমিতে দোকান ঘর নির্মান করে । এদিকে আমাদের মামলা চলমান থাকার পরও সে জোর করে আমাদের দোকান ঘরটি ভাংচুর করে ।
এ ঘটনায় চেয়ারম্যান লূৎফর রহমান খুকু বলেন, আমি উক্ত জমি খরিদ সূত্রে মালিক হয়ে সেখানে দোকান ঘর নির্মাণ করা হচ্ছে ।
যাযাদি
Leave a Reply