আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে মুন্সীগঞ্জে মাঠে নেমেছেন বিজিবি সদস্যরা। শুক্রবার দুপুরে জেলার ৬ উপজেলায় ৩টি সংসদীয় আসনে মোট ৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতি প্লাটুনে ২০ জন করে সদস্য রয়েছেন।
এদিকে, মোতায়েনের পর বিজিবি সদস্যরা দুপুরে জেলা শহরসহ বিভিন্ন এলাকা ও ভোটকেন্দ্র পরিদর্শন করেন। একইসঙ্গে সড়ক পথে মহড়া দিয়েছেন তারা।
সংশ্লিষ্টরা জানিযেছে, আগামী ১০ জানুয়ারি পর্যন্ত বিজিবি নির্বাচনী শৃঙ্খলায় মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। প্রয়োজন অনুযায়ী রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের সঙ্গে তারা সমন্বয়ে কার্যক্রম চালিয়ে যাবে।
ডেইলি-বাংলাদেশ
Leave a Reply