নির্বাচিন আচরণবিধি লঙ্ঘন করে গণজমায়েত করায় মুন্সীগঞ্জ-১ আসনে কুলা প্রতীকের প্রার্থী মাহি বি চৌধুরীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সিরাজদীখানের কুসুমপুর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সিরাজদীখানের কুসুমপুর জাগরণী সংসদ মাঠে মেলার আয়োজন চলছিল। সেখানে মাহি ‘শান্তির উৎসব’ নামে নির্বাচনি প্রচারণামূলক কর্মসূচির আয়োজন করেন। যা নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাহির কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এনটিভি
Leave a Reply