নাছির উদ্দিন: মুন্সীগঞ্জ-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মহিউদ্দিন আহম্মেদ এর সাথে সিরাজদিখান উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সাংসদ মহিউদ্দিন আহম্মেদ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুল হক এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা, সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহমিনা আক্তার তুহিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, উপজেলা প্রাণি সম্পদ উন্নয়ন কর্মকর্তা. শবনম সুলতানা, ওসি মুজাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাসির উদ্দিন, ইছাপুরা ইউপি চেয়ারম্যান সুমন মিয়াসহ অরো অনেকে বক্তব্য রাখেন ।
Leave a Reply