বঙ্গবন্ধুর সমাধিতে নবনির্বাচিত এমপি মহিউদ্দিনের শ্রদ্ধা

নাছির উদ্দিন: মুন্সীগঞ্জ-১ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। সোমবার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানের প্রতি বিনম্র সম্মান প্রদর্শন করেন তিনি। এরপর বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন। প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য।

এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মশিউর রহমান মামুন, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগ সহ-সভাপতি মুহাম্মদ মাহাবুবুর রহমান পলাশ, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল চোকদার, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, সিরাজদিখান উপজেলা আওয়ামিলীগ সাংগঠনিক সম্পাদক মহসিন ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এড. ইনলাম শেখ, সদস্য এস এম শাহাদাত হোসেন, সিরাজদিখান উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহামিনা ইসলাম তুহিন, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন হোসেন, সাধারণ সম্পাদক আহসা উল্লাহ রয়েল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার খানসহ শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

Leave a Reply