সিরাজদিখানে চিকিৎসকদের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

নাছির উদ্দিন: মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীগন এতে অংশ গ্রহণ করেন।সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ দুর্বৃত্তদের নারকীয় তান্ডবে জড়িতদের শাস্তির দাবীতে এ বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। সারাদেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ কর্ম পরিবেশ ও আনসার নিয়োগের দাবীতে ইউএইচএফপিও ফোরাম কেন্দ্রীয় কমিটির আহবানে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই কর্মসূচি পালন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা’র নেতৃত্বে বিক্ষোভ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন ডা. একেএম তাইফুল ইসলাম, ডা. মারুফ রাইয়ান, ডা. আফরোজা আক্তার, ডা. সৈয়দ জামিলা হোসেন হলি,ডা. সাবরিনা সুলতানা সহ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্স ও বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ সেবাদানকারীদের উপর হামলা, দুর্বৃত্তদের নারকীয় তান্ডবে সরকারী গাড়িতে অগ্নিসংযোগ, এ্যাম্বুলেন্স ও জরুরী বিভাগসহ অন্যান্য সরকারী স্থাপনা ভাঙচুর করা হয়।

Leave a Reply