শ্রীনগরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মুদি ব্যবসায়ী আহত

মুন্সীগঞ্জের শ্রীনগরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মো. সেলিম (৩৬) নামের এক যুবক আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।

আহত সেলিম মুন্সীগঞ্জের শ্রীনগর থানার ষোলঘর মুন্সিপাড়া গ্রামের শামসুল হক তালুকদারের ছেলে এবং পেশায় মুদি দোকানি।

আহত যুবকের মা নুরুন্নাহার বলেন, ‘আমাদের বাড়িতে নিরাপত্তা গেইট নাই। তাই আমার ছোট ছেলে সেলিম আজ দুপুরের দিকে গেইট লাগাচ্ছিল। এসময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী মোয়াজ্জে, লিটন ও মিলন আমার ছেলেকে বলে আমাগোরে টাকা না দিয়ে গেট লাগাতে পারবি না। এ নিয়ে আমার ছেলের সঙ্গে তাঁদের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে লিটন ছুরি দিয়ে আমার ছেলের বুকে, কোমরে ও পাঁজরে রক্তাক্ত জখম করে।’

এ ঘটনায় আহত সেলিমের বড় ভাই আবু সাঈদ মানিক বাদী হয়ে মামলা দায়ের করেছেন উল্লেখ করে নুরুন্নাহার বলেন, ‘চার জনকে পুলিশ আটক করেছে বলে জানতে পারছি।’

নুরুন্নাহার জানান, তাঁর চার ছেলের মধ্যে সেলিম সবার ছোট ও স্থানীয় বাজারের মুদি ব্যবসায়ী। সেলিমের ১০ মাসের একটি কন্যা সন্তান রয়েছে।

আহত সেলিমের মা নুরুন্নাহার বলেন, ‘আমার এই পোলা ব্যবসা আর দোকান ছাড়া কোথাও যায় না। ওর কিছু হইয়া গেলে আমি তো বাঁচুমই না আর ওর শিশু মাইয়াডারে কে দেখব? ডাক্তার সাব বলছে তাঁর অবস্থা বেশি ভালো না।’

ইনডিপেন্ড

Leave a Reply