মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন: তৎপর সম্ভাব্য ২ প্রার্থী

মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন ঘিরে তৎপর সম্ভাব্য প্রার্থীরা। প্রার্থীদের সমর্থকরাও ফেসবুকে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর পরই কে হচ্ছেন প্রার্থী- এ নিয়ে পৌরসভার ভোটারদের মধ্যেও আগ্রহ দেখা দিয়েছে।

আগামী ০৯ মার্চ মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র দাখিলের দিন নির্ধারণ করা হয়েছে ১৩ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি এবং প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি।

এ নির্বাচনে বরাবরের মতো বিএনপির কোনো প্রার্থী থাকছে না বা কারো নাম শোনা যাচ্ছে না। এই মুহুর্তে প্রার্থী তালিকায় রয়েছেন স্থানীয় আওয়ামী লীগের দুই প্রার্থী। তাদের একজন এস এম মাহতাবউদ্দিন কল্লোল। তিনি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। ছিলেন মুন্সীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ ছাত্র রাজনীতিতে তাকে একাধিকবার কারাবরণ ও পালিয়ে থাকতে হয়েছে।

আরেকজন চৌধুরী ফাহরিয়া আফরিন। তিনি নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সহধর্মিণী। মোহাম্মদ ফয়সাল বিপ্লব মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিনের বড় ছেলে মোহাম্মদ ফয়সাল বিপ্লব মেয়র পদ থেকে পদত্যাগ করেন। এরপর পৌরসভার মেয়র পদটি শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার বিভাগ।

অবজারভার

Leave a Reply