শ্রীনগরে ইউপি সদস্যের বিদেশে অবস্থান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

শ্রীনগরে উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের এক সদস্যের দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করা এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মো. নুরুল আমিন মোড়ল কতৃপক্ষের অনুমোদন ব্যতীত সৌদি আরবে অবস্থান করায় স্থানীয়রা নানা রকমের সেবা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তিনি ভাগ্যকূল ইউনিয়ন পরিষদের গত ৬ মাসের মাসিক সভায়ও উপস্থিত ছিলেন না।

বিষয়টি ভাগ্যকূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ ১ জানুয়ারি (সোমবার) লিখিতভাবে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মুন্সীগঞ্জ জেলা প্রশাসককে অবহিত করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত নুরুল আমিন মোড়ল বিদেশে গমন করেছেন। এ বিষয়ে ভাগ্যকূল ইউনিয়ন ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ বলেন, নুরুল আমিন মোড়ল সৌদি আরবে ব্যবসা করেন।

তিনি সেখানেই বেশি থাকেন। তার অনুপস্থিতিতে কিছুটা সমস্যাতো হয়ই। তবে সে দেশে না থাকায় ২নং ওয়ার্ডের দায়িত্ব ৩নং ওয়ার্ড মেম্বারকে দেয়া হয়েছে। কয়েকদিন আগে সে দেশে আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর কামারগাঁও গ্রামের একাধিক ব্যক্তি জানান, গত নির্বাচনের পর থেকে তাকে কমই এলাকায় পাওয়া গেছে। ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স, জন্ম ও মৃত্যু নিবন্ধন, সংশোধনসহ সরকারের নানা রকম উপকার ভোগীর যাচাই বাছাইয়ে খুব সমস্যা হচ্ছে।

এমন জন প্রতিনিধিকে ভোট দিয়ে এখন খেসারত দিচ্ছি। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মো. নরুল আমিন মোড়লের মোবাইল ফোনে বেশ কয়েকবার কল দিয়েও তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া গেছে। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসাইন বলেন, এই বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।

নিউজজি

Leave a Reply