আট বছর পালিয়ে থেকে অবশেষে গ্রেপ্তার হয়েছেন এক বছরের সাজাপ্রাপ্ত আসামি দেলোয়ার দেওয়ানকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোর রাত ৩টার দিকে সিরাজদিখান উপজেলার দেলোয়ারের শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আসামি টঙ্গীবাড়ী উপজেলার শিমুলিয়া গ্রামের বিল্লাল দেওয়ানের ছেলে।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা পুলিশের এসআই (উপপরিদর্শক) আল মামুন বলেন, ২০১৬ সালে দেলোয়ারের বিরুদ্ধে মুন্সীগঞ্জ আদালতে অর্থ আত্মসাতের অভিযোগে একটি মামলা হলে দেলোয়ার সেই সময়ে আদালতে হাজির না হয়ে পলাতক হন। পরে তাকে মুন্সীগঞ্জ যুগ্ম জেলা ও জজ আদালতের বিচারক ওই মামলায় এক বছরের সাজা প্রদান করেন। সাজা প্রদানের পরেও দীর্ঘদিন পালিয়ে থাকার পর তাকে সিরাজদিখানে আসামির শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
ব.ম শামীম/আরকে
Leave a Reply