‘পোলাডারে কত কষ্ট দিয়া না জানি মারছে ওরা! পুকুরঘাটে রক্ত দেইখা বোঝা যায়, পোলাডায় বাঁচার লাইগা অনেক দৌড়াইছে। এর পরও ছাড়ে নাই। কতবার না জানি, মা মা করছে। ওরা যদি জানে না মাইরা, নীরবের দুইডা হাত-পা কাইট্টা দিত, এর পরও পোলাডা বাঁইচ্চা থাকত, আমারে মা বইলা ডাকত।’
গতকাল শনিবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর থানার আঙিনায় বসে এভাবেই বিলাপ করছিলেন দিলারা বেগম। ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় তাঁর ছেলে এসএসসি পরীক্ষার্থী নিরব হোসেনকে (১৭) হত্যা করে স্থানীয় কয়েকজন কিশোর।
ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মা দিলারা থানায় মামলা করতে এসে ছেলের কথা বলতে গিয়ে কয়েকবার জ্ঞান হারান।
দিলারা বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘বড় ছেলে নিরবকে নিয়ে কত স্বপ্ন ছিল। বলেছিল, এবার পরীক্ষা শেষে কোথাও কাজ নেবে। সংসারের হাল ধরবে। আমাকে আর কষ্ট করতে দেবে না। অথচ আমারে কষ্টের সাগরে ভাসায়ে চলে গেল। সামান্য একটু প্রতিবাদ করায় দিনের আলোতে নির্মমভাবে ছেলেকে হত্যা করল। এমন ঘটনা যেন কোনো অসহায় মায়ের সঙ্গে আর না ঘটে। যারা নিরবকে হত্যা করেছে, আমি তাদের বিচার চাই।’
দিলারা বেগম আরও বলেন, বিয়ের আট বছর পর কত ওষুধ, কবিরাজ করে নিরবের জন্ম হয়। ও খুব আদরের ছিল। ১৪ বছর আগে নিরবের ছোট ভাইয়ের জন্মের পর তাদের বাবা মারা যান। এর পর জীবনের সব সুখ বিসর্জন দিয়ে ছেলে দুটিকে নিয়ে বেঁচে ছিলেন। কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা, টিউশনি করে নিরবদের পড়াশোনা করিয়েছেন। নিজে কষ্ট করেছেন, ছেলেদের কোনো কষ্ট
করতে দেননি।
শনিবার সকালে মুন্সীগঞ্জের শ্রীনগরের মধ্য কামারগাঁও এলাকায় নিরবের নানাবাড়িতে গিয়ে দেখা গেছে, বাড়িতে চলছে শোকের মাতম। গ্রামের অনেকে সেখানে ভিড় করেছেন। স্বজনরা নিরবের কথা বলতে গিয়ে ডুকরে কেঁদে উঠছেন এবং নিরবকে নিয়ে স্মৃতিচারণ করছেন।
নিরবের নানি মাবিয়া বেগম বলেন, ‘অল্প বয়সে নিরবের মা স্বামীহারা হয়। ছেলেদের কথা ভেবে দ্বিতীয়বার সংসার করেনি। ফজরের নামাজের পর থেকে টিউশনি, এর পর স্কুল, বিকেল থেকে রাত পর্যন্ত টিউশনি করে ছেলেদের মানুষ করছিল। ওরা আমার নাতিটাকে এভাবে মেরে ফেলল!’
নিহত নিরবের মামা প্রদীপ ব্যাপারী বলেন, নিরব খুবই ভদ্র ছেলে ছিল। মেয়েদের উত্ত্যক্ত করছিল বখাটেরা। এর প্রতিবাদ করতে গিয়ে নিরবকে জীবন দিতে হলো। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, সবাইকে গ্রেপ্তার করে বিচারের দাবি জানান তিনি।
নিরব হোসেন চাঁদপুরের প্রয়াত দেলোয়ার হোসেনের ছেলে। বাবার মৃত্যুর পর শ্রীনগরের ভাগ্যকুল ইউনিয়নের মধ্য কামারগাঁও এলাকায় মা দিলারা ও ছোট ভাইয়ের সঙ্গে মামার বাড়িতে থাকত। সে স্থানীয় কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছে। পরে লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেয়। একটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় এবার তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে কয়েকটি মেয়েকে উত্ত্যক্ত করছিল মাগডাল গ্রামের তরুণ আরেফিনসহ আরও কয়েকজন। বিষয়টি দেখে নিরবসহ তিনজন প্রতিবাদ করে। তখন দু’পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হলে স্থানীয় লোকজন মীমাংসা করে যার যার বাড়িতে পাঠিয়ে দেন। পরদিন শুক্রবার বিকেলে কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে বসেছিল নিরবসহ দু’জন। বৃহস্পতিবারের ঘটনার জেরে তাদের ওপর হামলা করা হয়। এতে নিরবের সঙ্গে থাকা ব্যক্তি পালাতে পারলেও নিরব পালাতে পারেনি। হামলাকারীরা ছুরিকাঘাত করে তাকে পাশের একটি খালে ফেলে যায়। স্থানীয়রা উদ্ধার করে শ্রীনগর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর পরই রাতে ময়নাতদন্তের জন্য নিরবের লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। শনিবার বিকেলে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তরের কথা আছে। এ ঘটনায় র্যাব ও পুলিশ শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৯ কিশোরকে গ্রেপ্তার করেছে। নিরবের মা ১৯ জনকে আসামি করে শনিবার বিকেল ৩টার দিকে শ্রীনগর থানায় মামলা করেন বলে জানান ওসি আবদুল্লাহ আল তায়াবীর।
গ্রেপ্তার কিশোররা হলো শ্রীনগর উপজেলার বাঘড়া মাগডাল এলাকার রাজিব (১৭), তাহসান (১৪), রুদ্র (১৪), পশ্চিম কামারগাঁও এলাকার শাওন (১৪), উত্তর কামারগাঁও গ্রামের শাহীন সিকদার (১৬), জগন্নাথপট্টি গ্রামের রোমান মৃধা (১৭), আল আমিন গ্রামের রায়হান (১৭), একই গ্রামের জাহিদ (১৭) ও আবির (১৭)। ঘটনাস্থলের রাস্তায় সিসি ক্যামেরার ফুটেজে হামলাকারীদের চলাচল দেখে চিহ্নিত করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সমকাল
Leave a Reply