বিসিবির প্রধান নির্বাচক হলেন মুন্সিগঞ্জের গাজী আশরাফ হোসেন লিপু

মাহবুব আলম জয়: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে সাবেক অধিনায়ক ও সাবেক বোর্ড পরিচালক মুন্সিগঞ্জের সন্তান গাজী আশরাফ হোসেন লিপুকে। সোমবার বোর্ড সভা শেষে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এর আগে, বিসিবির প্রধান নির্বাচক ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। তার প্যানেলে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক ছিলেন। ২০১৫ বিশ্বকাপের পরে দায়িত্ব পেয়েছিলেন নান্নু ও বাশার। পরে রাজ্জাককে যুক্ত করে প্যানেল ৩ সদস্যে উন্নীত করা হয়।

এবার নান্নুর সাথে নির্বচক প্যানেল থেকে বাদ দেয়া হয়েছে হাবিবুল বাশারকেও। তার জায়গায় দায়িত্ব দেয়া হয়েছে সাবেক ক্রিকেটার হান্নান সরকারকে। অর্থাৎ লিপুর নির্বাচক প্যানেলে পুরনো প্যানেলের কেবল রাজ্জাক টিকে গেছেন। লিপু-রাজ্জাক ও হান্নান সরকারকে নিয়ে গঠিত হয়েছে বিসিবির নতুন নির্বাচক প্যানেল।

সোমবারের বোর্ড সভায় বিসিবি নির্বাচক প্যানেল ছাড়াও গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। যেমন- নাজমুল হাসান শান্তকে ৩ ফরম্যাটের অধিনায়ক করা হয়েছে। সাকিব আল হাসানকে নেতৃত্বভার মুক্ত করা হয়েছে। এছাড়া বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটার ও প্রথম শ্রেণির চুক্তিতে থাকা ক্রিকেটারের তালিকা পাশ করা হয়েছে।

এদিকে গাজী আশরাফ হোসেন লিপু প্রধান নির্বাচক হওয়ায় মুন্সিগঞ্জে ক্রিকেট অঙ্গণে বইছে আনন্দের হাওয়া।

নিউজজি

Leave a Reply