শ্রীনগরে ব্যানারে ছবি দেয়া নিয়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ

মুন্সীগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো: মহিউদ্দিন আহমেদকে শুভেচ্ছা জানিয়ে ব্যানারে ছবি দেয়া নিয়ে শ্রীনগর সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন।

বুধবার দুপুরে শ্রীনগর কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় ছাত্রলীগ কর্মী তৌহিদুর রহমান প্রীতম শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সংসদ সদস্য মো: মহিউদ্দিন আহমেদকে শুভেচ্ছা জানিয়ে ক্যাম্পাসে ব্যানার ও ফেস্টুন টানায় ছাত্রলীগ কর্মী প্রীতম ও শ্রীনগর কলেজ ছাত্রলীগের একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার সভাপতি তুর্য্য খান। মঙ্গলবার দুপুরে কলেজ ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম লিমন মোবাইল ফোনে তুর্য্য খানকে বকাঝকা করেন এবং ব্যানার নামিয়ে ফেলতে বলেন। কিন্তু ব্যানার না নামানোয় বুধবার দুপুরে লিমন, হৃদয় ও ফাহিমের নেতৃত্বে ছাত্রলীগের আট থেকে ১০ নেতাকর্মী তৌহিদ, তুর্য্য খান, সিয়াম, বাপ্পীসহ বেশ কয়েকজনকে কলেজ ক্যাম্পাসে ঢুকতে বাধা দেয়। এসময় তারা কলেজ ক্যাম্পাসে ঢুকতে চাইলে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় তৌহিদ, তুর্য্য খান, সিয়াম, বাপ্পি, অন্তর, মুন্না, মাহে আলমসহ বেশ কয়েকজন আহত হন।

আহতদেরকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।

তুর্য্য খানের পক্ষের সদস্যরা জানায়, শ্রীনগর সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি লিমন গত সংসদ নির্বাচনে বর্তমান এমপির বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেন। এ কারণে এমপিকে শুভেচ্ছা জানিয়ে টানানো ব্যানার সে মেনে নিতে না পেরে এই নেক্কার জনক ঘটনা ঘটিয়েছেন।

শ্রীনগর কলেজ ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম লিমন বলেন, ‘তুর্য্য খান আমার হাত ধরেই প্রথম বর্ষের ব্যবসা শিক্ষা শাখায় ছাত্রলীগের সভাপতি হয়েছে। কিন্তু ব্যানারে আমার ছবি না থাকায় আমি ব্যানার নামিয়ে ফেলতে বলেছি। এ নিয়ে পোলাপানের মধ্যে মারামারি হয়েছে।’

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, ‘এক পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

নয়া দিগন্ত

Leave a Reply