মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ইউনুস প্রধান নামে এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে তার প্রতিপক্ষরা। এ ঘটনায় ইউনুসের সহযোগী তারই চাচাতো ভাই ও ভাগিনাদের ওপরও হামলা চালানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার সময় ভবেরচর বাসস্ট্যান্ডে মসজিদ সংলগ্ন এক চটপটি দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ সময় অতর্কিতভাবে প্রতিপক্ষের ১৫-১৬ জন ইউনুসের ওপর এ হামলা চালায়।
আহত ইউনুস প্রধান উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক। আহত ইউনুস প্রধান ও তার সহযোগীদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে আছিফ সরকার ও ইউনুস প্রধানের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেলে রেফার করা হয়।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ওসি মো. রাজীব খান জানান, রাজনৈতিক জেরে হামলার ঘটনায় ইউনুস প্রধান নামে একজন আহত হয়েছে। এ ঘটনায় রাসেল নামে এক যুবককে থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
কালবেলা
Leave a Reply