মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই শিশুসহ এক মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ঋণের চাপে দুই শিশুসহ মা আত্মহত্যা করেছেন। রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কেয়াইন ইউনিয়নের উত্তর ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মা সায়মা বেগম (৩৩), তার মেয়ে ছাইমুনা (১১) ও ছেলে তাওহীদ (৭)। নিহত সায়মা বেগমের স্বামী আলী মিয়া সৌদি আরব প্রবাসী।
মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত গণমাধ্যমকে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুই শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার করে। এখন মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
ঋণের চাপে দুই শিশুসহ মা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, তদন্ত শেষে মৃত্যুর কারণ নিয়ে বিস্তারিত জানানো যাবে।
আরটিভি
Leave a Reply