মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে চকলেটের লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠে মাদক বিক্রেতা রুহুল আমিন শেখের বিরুদ্ধে (৫৫)। তাকে আটক করে পুলিশকে দিয়েছেন স্থানীয় জনতা।
বুধবার উপজেলার ধীপুর গ্রামের মৃত নূরু শেখের ছেলে রুহুল আমিনকে ধীপুর মোড় থেকে আটক করে মারধর করে থানায় খবর দেয় জনতা।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে রুহুল আমিনের স্ত্রী, মেয়ে ও পুত্রবধূ ধীপুরে মেলা দেখতে যান। সেই সুযোগে রুহুল আমিন শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটিকে রুহুলের ঘরে ডেকে নেয়ার ভিডিও রেকর্ড রয়েছে বলে স্থানীয়রা জানান।
ধর্ষক রুহুল আমিনকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে আনতে ধীপুর গ্রামের সুমন হালদার ও ইউপি মেম্বার মাকসুর নেতৃত্বে একটি গ্রুপ কাজ করছে। তারা শিশুটির পরিবারকে বুঝাচ্ছে যে মেয়ে মানুষ বড় হলে বিয়ে দিতে সমস্যা হবে; তারচেয়ে কিছু টাকাপয়সা নিয়ে দেই। রুহুল আমিন নিজ বাড়িতে মাদক ব্যবসা করে।
উপজেলার ধীপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্য কাকলি আক্তার জানান, রুহুলের বিরুদ্ধে এর আগেও কয়েকবার শিশু ধর্ষণের অভিযোগ উঠেছিল। সে চিহ্নিত মাদক ব্যবসায়ী।
টঙ্গীবাড়ী থানার ওসি মোল্লা সোয়েব আলী জানান, ধর্ষণের অভিযোগে রুহুল নামক ব্যক্তি পুলিশ হেফাজতে রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যুগান্তর
Leave a Reply