রাজধানীর মিরপুর থেকে নিখোঁজের ৫ দিনের মাথায় এনবিআর কর্মকর্তা কামাল হোসেনের মরদেহ মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে উদ্ধার করেছে নৌ পুলিশ। মৃত্যুর রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ।
মুন্সীগঞ্জ সদর উপজেলার মালির পাথরের কাছে ধলেশ্বরী নদীতে মরদেহটি শুক্রবার (১ মার্চ) দুপুরে ভাসতে দেখে ভিড় করে মানুষ। পরে নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। কিন্তু তখনও কেউ জানতেন না তিনি এনবিআর কর্মকর্তা কামাল হোসেন।
তার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে পুলিশ তার গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারীর পশ্চিম কামারগ্রামে জরুরি বার্তা পাঠায়। পরে তার বাবা আলী আফজাল রাতে মুন্সীগঞ্জে এসে ছেলের মরদেহ শনাক্ত করেন।
আলী আফজাল শোকে পাথর। সঙ্গে থাকা কামালের খালা লতিফা বেগম জানান, কামাল হোসেন রাজধানীর মিরপুর ১০ নম্বর সেকশনে মা ও একমাত্র পুত্র সন্তান নিয়ে কামাল বসবাস করতেন। প্রতিদিনের মত গেঞ্জি ও প্যান্ট পরে ২৬ ফেব্রুয়ারি রাত ৮টায় বাসার পাশে হাঁটতে বের হন। কিন্তু রাত ১০ টায়ও বাসায় না ফেরায় মা সামসুননাহার ফোন করেন। কিন্তু তার ফোন বন্ধ পাওয়া যায়। এরপর আর তার খোঁজও পাওয়া যায়নি।
পরদিন ২৭ ফেব্রুয়ারি পল্লবী থানায় জিডি করেন তার মা। তিনি মনে করেন, কামাল হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার পেছনে কোনও চক্র জড়িত রয়েছে।
লতিফা বেগমের ঈঙ্গিত করে বলেন, সরকারের রাজস্ব বাড়ানোর ক্ষেত্রে কামাল ভূমিকা রাখতেন। এসব কারণে তার শত্রুতা রয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, দাঁতও ভেঙে দেয়া হয়েছে। তার ধারণা, হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়।
মুন্সীগঞ্জের মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজ্জাদ করিম খান বলেন, মৃত্যুর রহস্য উদঘাটনের কাজ করছে পুলিশ।
পুলিশের একটি সূত্র জানায়, তার সর্বশেষ মোবাইলের লোকেশন এবং কল লিস্ট নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কামাল হোসেন ২৭তম বিসিএস কর্মকর্তা। তিনি এনবিআর’র আগারগাঁও অফিসে সহকারী মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।
সময় সংবাদ
Leave a Reply