গজারিয়ায় গ্যাস সচলের দাবিতে মহাসড়ক অবরোধ, ফাঁকা গুলি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় তিতাসের বিচ্ছিন্ন করে দেওয়া গ্যাসের সংযোগ সচল করার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার বাউশিয়া ইউনিয়নের দঁড়ি বাউশিয়া এলাকায় অবরোধ করায় সড়কের দুপাশে প্রায় ২০ কিলোমিটার যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

অবরোধকারীদের সড়ক থেকে সরে যেতে বললে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা, ফাঁকা গুলি ও কাঁদুনে গ্যাস ছোড়ে পুলিশ।

এ সময় সাত পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয় বলে মুন্সীগঞ্জের (গজারিয়া-সদর সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল ইসলাম জানান।

মুন্সীগঞ্জে গ্যাস সচলের দাবিতে মহাসড়ক অবরোধ, ফাঁকা গুলি
স্থানীয়রা জানায়, উপজেলার বাউশিয়া ইউনিয়ন, মধ্য বাউশিয়া বাসস্ট্যান্ড এলাকায় তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা অভিযানকে কেন্দ্র করে এই বিক্ষোভ হয়।

স্থানীয়দের অভিযোগ, তিতাস গ্যাস কর্তৃপক্ষ কোনো রকম ঘোষণা ছাড়াই ২৫ ফেব্রুয়ারি উপজেলায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়।

মঙ্গলবার বেলা ১১টায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের উদ্যোগে নির্বাহী হাকিম আব্দুল্লাহ আল ফারুকের নেতৃত্বে তিতাসের লোকজন বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া এলাকায় অবৈধ সঞ্চালন লাইন উচ্ছেদ করতে গেলে স্থানীয়দের তোপের মুখে পড়েন।

এ সময় আশপাশের কয়েকটি গ্রাম থেকে আসা কয়েকশ নারী-পুরুষ তিতাস কর্মকর্তাদের ঘিরে রাখেন। পরে উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে মহাসড়কে যানজট সৃষ্টি হয়।

অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুমানিক ১০০টি ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

বিডিনিউজ

Leave a Reply