মুন্সিগঞ্জের গজারিয়ায় সুপারবোর্ড নামে বোর্ড তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৪ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার হোসেন্দী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি।
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, কারখানাটিতে হার্ডবোর্ড জাতীয় বিভিন্ন বোর্ড তৈরি হয়। দুপুরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপনের কাজ শুরু করি। আগুনের ভয়াবহতা বেশি। বর্তমানে ৬টি ইউনিট কাজ করছে।
আরাফাত রায়হান সাকিব/এফএ/জেআইএম
Leave a Reply