সিরাজদিখানে দুই পক্ষের সংঘর্ষে চারজন টেঁটাবিদ্ধ, আহত ১০

সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তসাপেক্ষে মামলার প্রস্তুতি চলছে।’

জমি-সংক্রান্ত বিরোধের জেরে মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চারজন টেঁটাবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

বুধবার দুপুরে জেলার সিরাজদিখান উপজেলার দোসরপাড়া গ্রামে সোহরাব হোসেন ও মো. শাহজালালের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

টেঁটাবিদ্ধ অবস্থায় ৩৬ বছর বয়সী আঁখি বেগম ও ৩৮ বছর বয়সী তাসলিমা বেগমকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে এবং টেঁটাবিদ্ধ ২৭ বছর বয়সী জুবায়ের আলম ও ২৮ বছর বয়সী নাদিম হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তাদের নাম জানা যায়নি।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামের মো. সোহরাব হোসেন ও মো. শাহজালালের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সম্প্রতি স্থানীয়ভাবে বিচার-সালিশও বসে। ওই সালিশে বিরোধ মিমাংসা করে জমি সোহরাব হোসেনকে বুঝিয়ে দেয়া হয়। এতে বুধবার বেলা ১২ টার দিকে সোহরাব হোসেন জমিতে আগাছা পরিষ্কারের জন্য গেলে শাহ জালালের লোকজন বাঁধা দেয়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তসাপেক্ষে মামলার প্রস্তুতি চলছে।’

এনবি নিউজ বাংলা

Leave a Reply