মুন্সীগঞ্জের গজারিয়ায় চিপস খেয়ে ফারহান হোসেন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি উপজেলার বাউশিয়া ইউনিয়নের মনাইরকান্দি গ্রামের সোহেল রানার ছেলে।
শিশুটির মা জানান, সোমবার দুপুরে তার মেয়ে দোকান থেকে চিপস কিনে আনে। পরে তার দেড় বছরের ছেলে ফারহার ও তার মেয়েকে চিপস খাওয়া অবস্থায় ঘরের ভিতর রেখে বাড়ির পাশেই গোসল করতে গিয়েছিলেন। এসে দেখেন শিশুটি বমি করে অচেতন হয়ে পড়ে আছে। পাশেই তার মেয়ে বসে কান্না করছিলেন। পরে তাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার নূর আফরিন জানান, শিশুটির গলায় চিপস আটকে যাওয়ায় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানান।
অবজারভার
Leave a Reply