প্রায় তিন বছর আগে মুন্সীগঞ্জে ‘জমির বিরোধে’ একজনকে হত্যার ঘটনায় অভিযুক্তকে নিউ ইয়র্ক থেকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র পুলিশ। সম্পর্কে চাচা-ভাতিজা তারা দুজনই বাংলাদেশি-আমেরিকান।
নিউ ইয়র্কে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) কর্তৃক বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া জেনেট রোজারিওর (৫২) বিরুদ্ধে ২০২১ সালে তার চাচা মাইকেল রোজারিওকে (৭২) ‘বন্দুকের গুলিতে হত্যার’ অভিযোগ রয়েছে। চাচা-ভাতিজা উভয়েই ব্রঙ্কসে বাস করতেন।
যুক্তরাষ্ট্র বিচার বিভাগের অপরাধ দপ্তরের প্রধান প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল নিকোল এম আরজেন্টিয়ারি জানান, মুন্সীগঞ্জে দায়ের করা মামলা অনুযায়ী খুন হওয়া ব্যক্তি এবং অভিযুক্ত ব্যক্তি উভয়েই যুক্তরাষ্ট্রের নাগরিক। যখন একজন আমেরিকান আরেকজন আমেরিকানকে হত্যা করে, সেটি যেখানেই হোক না কেন, ঘাতককে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী শাস্তি ভোগ করতে হবে।
এ ঘটনায় নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের এফবিআই কর্মকর্তারা বাংলাদেশে গিয়ে বিস্তারিত খোঁজ-খবর নিয়ে এসেছেন। অভিযুক্ত জেনেট রোজারিওর গতিবিধি পর্যবেক্ষণের পর বাংলাদেশ কর্তৃপক্ষের সহযোগিতায় তাকে নিউ ইয়র্কে এনে গ্রেপ্তার দেখিয়ে সাউদার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্টে সোপর্দ করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ১১ জুন রাতে মুন্সীগঞ্জের বিক্রমপুরে সিরাজদিখান থানায় শুলপুর গ্রামে জেনেট রোজারিও বন্দুকের গুলিতে হত্যা করেন মাইকেল রোজারিওকে। এই হত্যাকাণ্ডের ঘণ্টাখানেক আগে তাদের মধ্যে একখণ্ড জমি নিয়ে বিরোধের সালিশ-বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত মানতে নারাজ ছিলেন জেনেট। ঘটনার পরই স্থানীয় পুলিশ জেনেটকে বন্দুকসহ গ্রেপ্তার করে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার নয়ন রোজারিও সেসময় গণমাধ্যমে বলেন, “গ্রামের একখণ্ড জমি নিয়ে চাচা-ভাতিজার মধ্যে বিরোধ চলছিল আগে থেকেই। সেই বিরোধের নিষ্পত্তির জন্য উভয়ে সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন।”
আদালত সূত্রে জানা গেছে, জেনেটের পাসপোর্ট আটক এবং জামিনহীন আটকাদেশ দিয়ে কারাগারে রাখা হয়েছে। এফবিআই বিক্রমপুরে আরও তদন্ত চালাচ্ছে। তারপরই বিচার শুরু হবে। মুন্সীগঞ্জের আদালতে কী হচ্ছে তা-ও নজরে রেখেছে মার্কিন কর্তৃপক্ষ।
বিডিনিউজ
Leave a Reply