নেশার টাকা না পেয়ে যুবকের কাণ্ড

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে নেশার টাকা না পেয়ে মায়ের সঙ্গে অভিমান করে কামাল হোসেন নামে এক যুবক আত্মহত্যা করেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার খিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

কামাল হোসেন (২২) ওই গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান জানান, কামাল হোসেন একজন মাদকসেবী ছিলেন। তিনি তার মা মোছাম্মৎ হামিদা বেগমের কাছে নেশার জন্য টাকা চাইলে তার মা দিতে অস্বীকৃতি জানালে ঘরের দরজা বন্ধ করে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

টঙ্গীবাড়ী থানা ওসি মোল্লা সোহেব আলী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

যুগান্তর

 

Leave a Reply