শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর কোলাপাড়া গ্রামে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের দুই দফা হামলার ঘটনায় ৭ জন আহত হয়েছে। আহত মো. দুলাল হোসেন (৪০), আব্দুল মান্নান (৬০), মো. ইউনুচ (৫০), পান্ত (২০) ও ইশমে তারা (৩৫), শিহাব (২২), আনোয়ারা বেগমকে (৫০) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লোক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গত শনিবার বিকালে ও রবিবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। ওই গ্রামের জালাল উদ্দিনের ছেলে ভুক্তভোগী মো. দুলাল হোসেন বাদী শ্রীনগর থানায় পৃথক পৃথক হামলার ঘটনায় দুটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন প্রতিবেশী মিজান হোসেন (২৮), সুমন (৩০), সাইদুর রহমান (৫৫), আবু জাফর (২৮), সামসুল হক (৬০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাইদুর রহমানদের সাথে দুলাল হোসেনদের জায়গা নিয়ে বিরোধ চলছিল। এনিয়ে গত শনিবার প্রথম দফায় হামলার ঘটনা ঘটে। পর দিন দুই পক্ষ মিমাংসার জন্য শালিস বৈঠকে বসে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থীতিতে দ্বিতীয় দফায় প্রতিপক্ষ সাইদুর রহমানদের হামলার শিকার হন দুলাল হোসেনগং। এ বিষয়ে জানতে সাইদুর রহমানের বাড়িতে গিয়ে কারও সাক্ষাত পাওয়া যায়নি। মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা
সম্ভব হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, সাইদুল রহমান তার অসুস্থ বৃদ্ধ চাচা হায়াত আলীকে নিয়ে হাসপাতালে গিয়েছেন। কোলাপাড়া ১নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি মো. দুলাল হোসেন বলেন, ঢাকায় ব্যবসা করি। ঈদের মধ্যে বাড়িতে আসি। প্রতিপক্ষরা জায়গা নিয়ে আমাদের সাথে বিরোধ করে আসছিল। এর মধ্যে সর্বশেষ বৈঠকে বসে আমাদের ওপর হামলা করে। স্থানীয় শালিসদার মো. মনির হোসেন জানান, উভয় পক্ষের দীর্ঘদিনের জায়গা জমির বিরোধের মিমাংসা নিয়ে বসা হয়েছিল। হঠাৎ সাইদুরগং ক্ষিপ্ত হয়। কথা কাটাকাটির এক পর্যায় হামলার ঘটনা ঘটে। ধারনা করা হচ্ছে পুর্ব- পরিকল্পিতভাবেই শালিসের শেষমূহুর্তে এই হামলা চালানো হয়। কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পুলিশ আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শ্রীনগর থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল তায়াবীর জানান, অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
ইনকিলাব
Leave a Reply