শ্রীনগরে মসজিদে আধিপত্য বিস্তার নিয়ে হামলার ঘটনার মামলার প্রধান আসামি কালাম শিকদারকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (২০ এপ্রিল) ঢাকার শাহজাহানপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শ্রীনগর থানা পুলিশ তাকে থানা হাজতে নেয়।
জানা গেছে, গত শুক্রবার (৫ এপ্রিল) জুমআর নামাজের খুৎবার পূর্বে উপজেলার নতুনবাজার এলাকার সিপাই বাড়ী বাইতুল মামুর জামে মসজিদের ঈদগাহ মাঠের প্যান্ডেল তৈরির প্রস্তুতির বিষয়ে বর্তমান কমিটির লোকজন আলোচনা শুরু করে। এ সময় ওই এলাকার কালাম শিকদার তার লোকজন নিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করে এবং সে নিজে প্যান্ডেল তৈরি করবে বলে দাবি করে। এ সময় বর্তমান কমিটির লোকজন প্রতিবাদ করলে কালাম শিকদার তার লোকজন নিয়ে হামলা করে। এতে আব্দুল খালেক সিপাহি, আমজাদ সিপাহী, মুনতাজ উদ্দিন সিপাহী, দ্বীন ইসলাম, আজিজুল সিপাহী আহত হয়। পরে তাদেরকে রক্তাক্ত অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এর পরদিন মো. জহিরুল ইসলাম বাদী হয়ে কালাম শিকদারকে প্রধান আসামি করে এজাহারে ১১ জনের নাম উল্লেখ করে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন।
মামলার বাদী জহিরুল ইসলাম জানান, ১৯৮৫ সালে আমার বাবা মুন্সী মোহাম্মদ আলী সিপাই মসজিদটি নির্মাণ শুরু করেন। মসজিদটির মোতয়োল্লীও আমার বাবা। পরবর্তীতে ১৯৯৬ সালে কামারগাওয়ের গনি মুন্সী নামে একজন মসজিদের জায়গার মালিকানা দাবি করলে তার কাছ থেকেও জমি নেয়া হয়। অপরদিকে হামলার সহযোগী মকবুল মুন্সীর বাবার নামও গনি মুন্সী হওয়ায় সে প্রচার করে তার বাবা মসজিদের জমিদাতা। প্রকৃতপক্ষে জমিদাতা গনি মুন্সী আর মকবুল মুন্সীর বাবা এক ব্যক্তি নন। আমরা ঘটনার পরদিনই মামলা করেছি। ঘটনার ১১ দিন পর এসে তারা কাউন্টার মামলা করেছে। আমাদের মামলার প্রধান আসামী কালাম শিকদার মসজিদের নাম পরিবর্তন করে উত্তর বালাশুর কেন্দ্রীয় নুরানী জামে মসজিদ লিখে মসজিদের ভিতরে একটি নামাজের ওয়াক্তের ঘর স্থাপন করে। এর পর থেকেই বিশৃংখলা শুরু হয়। পরে থানায় বসে তৎকালিন অফিসার ইনচার্জ সমাধান করে দেন। কিন্তু তারপরও কালাম শিকদার ও মকবুল মুন্সী একের পর এক উস্কানী দিয়ে যাচ্ছিল।
হামলায় আহত মোন্তাজদ্দিন সিপাই বলেন, তিনি এতেকাফে বসে ছিলেন। হামলাকারীরা তাকে মারধর করে মসজিদ থেকে বের করে দেয়। এটা কতবড় আঘাত বলতে পারেন?
মামলাটির তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই অঙ্কুর ভট্টাচার্য জানান, কালাম শিকদারকে র্যাব আটক করার পর শ্রীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। মামলার কিছু আসামি জামিনে রয়েছে।
নিউজজি
Leave a Reply