মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম কতৃক নেতাকর্মীদের হত্যার পরিকল্পনা ও মিথ্যাচারের অভিযোগ এনে ২১শে এপ্রিল রবিবার ১২:৩০ মিনিট এ মায়ামী ডাইনার রেস্টুরেন্ট এ উপজেলা পরিষদের আরেক চেয়ারম্যান প্রার্থী মনসুর আহমেদ খান জিন্নাহ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মনসুর আহমেদ খান জিন্নাহ সহধর্মিণী ফারহানা আক্তার এ্যানী,ইমামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক সবুজ দেওয়ান, বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী সভাপতি হাবিবুর রহমান, ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহআলম , সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, বাউশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক বিপ্লব সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে মনসুর আহমেদ খান জিন্নাহ বলেন, ষষ্ঠ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনী আচরণবিধি মেনে আমি আমার প্রচারকাজ চালিয়ে যাচ্ছিলাম। ইতিমধ্যে যাচাই-বাছাইয়ের পর নির্বাচন কমিশন কর্তৃক আমার মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করা হয়েছে। আমার পক্ষে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতা কর্মী এবং সাধারণ মানুষ অবস্থান নেওয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমিরুল ইসলাম ও তার সমর্থকরা আমাকে নানাভাবে হুমকি প্রদর্শন করে আসছে। সাম্প্রতি স্থানীয় সাংবাদিকদের সামনে তিনি বলেছেন আমি এবং আমার নেতাকর্মীরা তার শতাধিক নেতাকর্মীকে খুন করার হুমকি দিয়েছি। তার এই বক্তব্য শতভাগ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। এ বক্তব্যের মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে তিনি পরিকল্পনা করে তার নেতাকর্মী খুন করে দায় আমাদের উপর চাপতে চায়।
তার নেতাকর্মীদের হত্যার হুমকি দিলে তারা বিষয়টি তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে পারতো তবে সেটি না করায় এটি প্রতিয়মান হয়েছে এই ঘটনার পেছনে তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে। কৌশল করে তারা যাতে কোন নিরপরাধ মানুষকে খুন করে তার দায় প্রতিপক্ষের উপর চাপাতে না পারে সেজন্য অনতিবিলম্বে আমিরুল ইসলামকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
তার বক্তব্যে তিনি বলেছেন আমরা খুনি, আমার কর্মী সমর্থকরা সন্ত্রাসী তারা মাদক ব্যবসা করে। আমার নেতা কর্মীদের হুমকিতে বিভিন্ন গ্রামের শতাধিক পরিবার গ্রাম ছাড়া। তার এই বক্তব্য নির্জলা মিথ্যা কথা। আমি তার এই বক্তব্যের প্রতিবাদ জানাই এবং তার এ বক্তব্যের সাপেক্ষে তাকে প্রমাণ দাখিল করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।
আমার জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতায় তিনি প্রায় পাগল হয়ে গেছেন। কি করবেন তা বুঝতে না পেরে উল্টাপাল্টা কথা বলে নেতা কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনকালে তিনি কাঙ্খিত উন্নয়ন কাজ করতে পারেননি। পাশাপাশি তার দ্বারা স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা নিগৃহীত এবং অবমূল্যায়নের স্বীকার হয়েছেন। তৃণমূল নেতাকর্মীদের অনুরোধে আমি নির্বাচনে প্রার্থী হতে বাধ্য হয়েছি। আমিরুল ইসলামের এক রোখা মনোভাবের কারণে গজারিয়া উপজেলায় এখনো মডেল মসজিদ নির্মাণ কাজ শুরু করা যায়নি পাশাপাশি উপজেলা উন্নয়ন ফান্ডের টাকার যথাযথ ব্যবহার না করায় কাঙ্খিত উন্নয়ন নিশ্চিত করা যায়নি। তিনি প্রয়োজন অনুযায়ী নয় তার অধীনস্থ নেতাকর্মীদের সুবিধা অনুযায়ী প্রজেক্ট দিয়ে থাকেন। এসব কারণে নেতা কর্মীরা তার উপর ক্ষুব্ধ, বিরক্ত। বিষয়টি আচ করতে পেরে তিনি পরিকল্পিতভাবে আমার নামে মিথ্যাচার করছেন।
আমি দীর্ঘদিন ধরে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। আমার পিতা মরহুম সালাউদ্দিন খান বকুল গজারিয়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তিনি একজন ভাষা সৈনিকও। আওয়ামী লীগের জন্য আমাদের পরিবারের সদস্যরা প্রাণ দিয়েছেন। ছাত্র জীবন থেকে আমি ছাত্রলীগের সাথে যুক্ত পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হই। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে ইমামপুর ইউনিয়ন পরিষদের টানা দুই মেয়াদে চেয়ারম্যান ছিলাম আমি। দীর্ঘদিনের এই পথ চলায় কোনদিন আমার রাজনৈতিক দূরদর্শিতা এবং সততা নিয়ে কোনো প্রশ্ন ওঠে নাই।
সময়ের কন্ঠস্বর
Leave a Reply