তৃতীয় দফায় মেয়াদ বেড়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্ট’-এর। প্রচণ্ড গরমে জনজীবনে নাভিশ্বাস দেখা দিয়েছে। খেটে খাওয়া মানুষেরা ঠিকমতো যেতে পারছেন না কাজে। নষ্ট হচ্ছে ফসলের মাঠ। দেশের কোথাও কোথাও টিউবওয়েলগুলোতে পাওয়া যাচ্ছে না সুপেয় পানি। গরমজনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই।
তীব্র তাপপ্রবাহ ও খরার মতো এমন কঠিন পরিস্থিতিতে মুসলিমরা ছুটছেন সেজদায়। মোনাজাতে করছেন প্রার্থনা। অশ্রু ঝরিয়ে রবের কাছে তাদের একটাই চাওয়া, সেটা হলো রহমতের বৃষ্টি।
মুন্সীগঞ্জে টানা তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে পৃথক দুটি স্থানে ইসতিসকার নামাজ পড়ে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন মুসল্লিরা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৮টার দিকে এলাকাবাসীর উদ্যোগে মুন্সীগঞ্জ পৌর এলাকার পশ্চিম দেওভোগ বিলেরকানি অনির্বাণ ঈদগাহ মাঠে ওই বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মুন্সীগঞ্জ শহরের বাগমামুদালীপাড়া জামে মসজিদের খতিব মুফতি জাকারিয়া।
এদিকে, একই প্রার্থনায় মুন্সীগঞ্জ পৌর এলাকার চরকিশোরগঞ্জ মোল্লারচর ঈদগাহ ময়দানে আরেকটি নামাজ অনুষ্ঠিত হয় সকাল ১০টার দিকে। এতে ইমামতি করেন চরকিশোরগঞ্জ বায়তুন নুর জামে মসজিদের ইমাম মাওলানা নিয়ামত উল্লাহ মাহাদি।
দুই রাকাত নামাজের আগে নসিহতপূর্ণ আলোচনা করা হয়। পরে দুই রাকাত নামাজে ইসতিসকা আদায় শেষে আল্লাহর দরবারে দুই হাত তুলে মোনাজাত করেন মুসল্লিরা।
বাংলা ট্রিবিউন
Leave a Reply