মুন্সীগঞ্জ পৌরসভার মুন্সীরহাটে হিট স্ট্রোকে প্রাণ-আরএফএল কোম্পানির এক কর্মীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৭ এপ্রিল) দুপুরে তার মৃত্যু হয়।। তার নাম সাখাওয়াত হোসেন মুকুল (২৭)। তিনি প্রান আরএফএল কোম্পানির মাঠ পর্যায়ে বিপণন বিভাগে কর্মরত ছিলেন।
সাখাওয়াত হোসেন মুকুলের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায়। প্রাণ আরএফএল কোম্পানির শহরের বিক্রয় প্রতিনিধি মোহাম্মদ রোকন জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে পৌরসভার মুন্সীরহাটে কাজে যান মাঠ কর্মী মুকুল। এ সময় হঠাৎ করেই তীব্র গরমে অসুস্থ পড়েন তিনি। তাৎক্ষণিক তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে সেখানে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফেরদৌস হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগে পথেই তার মৃত্যু হয়েছে। হিট স্ট্রোকের আলামত রয়েছে।
দেশ রুপান্তর
Leave a Reply