মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ব্যালট পেপার পদ্ধতিতে সকাল ৮টায় ইউনিয়নের ৯টি কেন্দ্রে শুরু হয় ভোটগ্রহণ। উপ-নির্বাচনে এবারের ভোটার সংখ্যা ১৪ হাজার ৯৩৯জন। চেয়ারম্যান পদে বিভিন্ন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছে ৬ জন প্রার্থী।
সকাল থেকে প্রতিটি কেন্দ্রেই থেমে থেমে উপস্থিত হতে দেখা যাচ্ছে নারী ও পুরুষ ভোটাররা। দলীয় প্রতীক ছাড়া একাধিক প্রার্থী থাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ভোট গ্রহণ।
এদিকে নির্বাচনে শৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে চারস্তরের নিরাপত্তা। আনসার-পুলিশের পাশাপাশি নিয়োজিত রয়েছে র্যাব ও বিজিবির সদস্যরা। মাঠে কাজ করছে মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্সসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপজেলা নির্বাচন অফিসার এম.কে আহম্মেদ ঢাকা মেইলকে জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে প্রস্তুত নির্বাচন কমিশন। এছাড়া ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বৃদ্ধি করতে, ভোটারদের নিরাপত্তার স্বার্থে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
তবে কোনো প্রার্থী কিংবা তার সমর্থকরা ভোট কেন্দ্রে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে নির্বাচন স্থগিত করাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নিবে কমিশন।
অন্যদিকে উপজেলা নিবার্হী অফিসার মো. আসলাম হোসেন জানান, আড়িয়ল ইউনিয়ন পরিষদের প্রায়ত চেয়ারম্যান কাদির হাওলাদার মৃত্যুবরণ করায় পদটি শূন্য ছিল। সেই পদে পুনরায় আজ ২৮ এপ্রিল উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছে ৬ জন।
উপ-নির্বাচনকে সুষ্ঠু ও সফল করার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও আইনশঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই স্থানীয় সাধারণ ভোটাররা তাদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারবে।
ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা এড়াতে সাদা পোশাকের পাশাপাশি গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম গঠন করে মোতায়ন করা হয়েছে। ভোটগ্রহণ শেষ হলে বিজয়ী প্রার্থীদের ফলাফল ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, ইউনিয়ন পরিষদটির চেয়ারম্যান আব্দুর কাদির হালদারের মৃত্যুতে চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা হওয়ায় ইউনিয়নটিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিনিধি/এসএস
Leave a Reply