সিরাজদিখান উপজেলাতে নবায়নযোগ্য জ্বালানির পক্ষে মানববন্ধন

নাছির উদ্দিন : মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা নবায়নযোগ্য জ্বালানির পক্ষে মানববন্ধন করেছে কালারায়েরচর পল্লী সমাজ নারী উন্নয়ন সংগঠন। গতকাল শনিবার বিকাল ৫ টায় উপজেলার ঢাকা-মাওয়া হাইওয়ে রোডের (সার্ভিস রোডে) পরিবেশবাদী ও সামাজিক সংগঠন “কালারায়েরচর পল্লী সমাজ নারী উন্নয়ন সংগঠন” এর উদ্যোগে ও সংগঠনটির নির্বাহী পরিচালক রত্না হালদারের নেতৃত্বে নবায়নযোগ্য জ্বালানির পক্ষে জাপানি ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন (জেবিক) এর কাছে জীবাশ্ম জ্বালানীতে বাংলাদেশে অর্থায়ন বন্ধের দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সম্পাদক রুমা মন্ডল, সদস্য কমলা সরকার সহ কালারায়েরচর পল্লী সমাজ নারী উন্নয়ন সংগঠনের বিভিন্ন কর্মী উপস্থিত ছিলেন।

নিবাহী পরিচালক রত্না হালদারের তার বক্তব্যে বলেন, গ্রিনহাউস গ্যাস নির্গমন বিষয়ে আন্তর্জাতিক ঐক্যমত্য ক্রমবর্ধমান হওয়া সত্বেও জীবাশ্ম জ্বালানীতে জাপানি ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন (জেবিক) ক্রমাগত আর্থিক সহায়তা প্রদান করছে। যার ফলে কয়লা-চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে তেল ও গ্যাস অবকাঠামো পর্যন্ত, জীবাশ্ম জ্বালানী প্রকল্পে (জেবিক) এর বিনিয়োগ পরিবেশের অবনতি, বায়ু দূষণ এবং সামাজিক অবিচারের ক্ষেত্রে ক্ষতিকর ভূমিকা রাখছে। এছাড়া এলএনজি থেকে উৎপাদিত বিদ্যুতের দাম দেশীয় অভ্যন্তরীন জ্বালানি থেকে উৎপাদিত বিদ্যুতের চেয়ে দশ গুণ বেশি, যা বাংলাদেশের জনগোষ্ঠীর জন্য ব্যয়বহুল। তাই জীবাশ্ম জ্বালানীতে (জেবিক) এর অর্থায়ন বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানির পক্ষের প্রক্ষিতে আজকের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Leave a Reply