ধন্য হে জননী মাতৃভূমি, ধন্য প্রিয় বাংলাদেশ ।

রাহমান মনিঃ ঝামেলা ছাড়া যেমন গ্রামীণ বিয়ে সম্পন্ন হয়না (প্রবাদ), তেমনি হট্টগোল ছাড়া টোকিও বৈশাখী মেলার পূর্ণতা পায়না (বাস্তবে)। এ যেন একে অপরের পরিপুরক।

টোকিও বৈশাখী মেলা আয়োজনের পেছনে যেমন অনেক কাঠখড় পোড়াতে হয়, তেমনি ইচ্ছায়/অনিচ্ছায় অনেক নাটকেরও জন্ম দেয়া হয়। কারন একটাই । জনৈক ব্যক্তির নিজের অবস্থান বা ভীত মজবুত করা । মজার ব্যাপার হ’লো বিষয়টি সবার জানা এবং অগোচরে কানাঘুষা করলেও সরাসরি প্রতিবাদী কেহ হ’তে পারেন না। কারন একটাই, কমিটি থেকে নিজের নামটি যদি বাদ পড়ে যায়, আমরা যে সবাই নামের পাগল । মেলা পরিচালনা কমিটিতে নাম না থাকলে যে জাতে উঠা যায় না। সমাজে স্ট্যাটাস থাকেনা।

আমার লিখার বিষয় তা নয়। তবুও চলে আসে কিছু কথা। এ যেন কান টানলে মাথা চলে আসার মতো। কারন, সবার মাথায় কাঁঠাল ভেঙ্গে খাওয়া লোকটি প্রতি বছর মেলা আয়োজনের যাবতীয় খরচ প্রবাসীদের কাছ থেকে হাত পেতে তুলে নিবেন, নামের বিনিময়ে শ্রম আদায়ে মেলা সফলভাবে সম্পন্ন করিয়ে নিবেন আর কৃতিত্ব দিবেন তার সংগঠনকে, সবার পক্ষে কি তা মেনে নেয়া কি সম্ভব ?

প্রতি বছর মেলাকে কেন্দ্র করে মেলা সংক্রান্ত বিভিন্ন সভায় আকুতি মিনতি করে শ্রম এবং ফান্ড কালেকশনের জন্য “এই মেলা আপনাদের, এই মেলার সাথে প্রবাসীদের এবং এই মেলার সাথে বাংলাদেশের ভাবমূর্তি জড়িত” আবেগঘন এই সব আবেদনে সাড়া দিয়ে প্রবাসীরা যারপর নেই পরিশ্রম করে মেলাকে সাফল্যমণ্ডিত করে তোলে। কিন্তু সাফল্যের ফলন যায় আয়োজক সংগঠন হিসেবে ‘জেবিএস’-এর ঝুড়িতে। আর, বুঝেই হউক বা না বুঝেই হউক জেবিএস এর সাফল্যের জন্য শ্রম দিয়ে যাচ্ছেন প্রবাসীরা।

এই শ্রম আদায়ের জন্য তিনি পরিচালনা কমিটিতে বেশ কয়েকজনকে নিয়োগ আর নিজের অপছন্দেরকে বাদ দিয়ে থাকেন। কাজটি তিনি একক সিদ্ধান্তেই করে থাকেন কিন্তু প্রচার করেন সবার সিদ্ধান্তের কথা। শুরু করেন ভারসাম্য রক্ষা ।

আর এই ভারসাম্য রক্ষা করতে গিয়ে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, এলাকার লোক, নিজ পছন্দের লোক নিয়োগ, সব মিলিয়ে বিতিকিচ্ছিরি অবস্থায় পরিনত করার কারিগর স্বয়ং নিজেই। আজ আর এরচেয়ে গভীরের আলোচনায় না যাই।

বিরতির পর ২৩তম বৈশাখী মেলায় আমন্ত্রিত শিল্পী হিসেবে সুদূর আমেরিকা থেকে এসেছিলেন একাধিকবার জাতীয় পুরষ্কার প্রাপ্ত স্বনামধন্য কণ্ঠশিল্পী বেবী নাজনীন।

খোঁজ নিয়ে যতোটুকু জানা যায় বৈশাখী মেলায় আমন্ত্রিত শিল্পীদের ভিসা জটিলতায় এবং নতুন করে আমন্ত্রনপত্র সময় সাপেক্ষ হওয়ায় তৃতীয় কোন দেশে বসবাসরত বাংলাদেশী খ্যাতিমান শিল্পী আনার পক্ষে রায় আসলে বেশ কয়েকজন শিল্পীর নাম প্রস্তাব আসে। তার মধ্য থেকে সর্ব সম্মতিতে স্বনামধন্য কণ্ঠশিল্পী বেবী নাজনীনকে আমন্ত্রণ জানানোর প্রস্তাব গৃহীত হয় । যদিও তার রাজনৈতিক পরিচয়টি সামনে চলে আসে, তারপরও একজন শিল্পী হিসেবে দেখার মনোভাব নিয়ে বিরুধী মতের সবাই তা মেনে নেন।

এরপর পর্দার আড়ালে অনেক অঘটনঘটন এর মতো ঘটনা ঘটতে থাকে। এর উপর মরার উপর খাঁড়ার ঘা হিসেবে বেবী নাজনীন এর মায়ের মৃত্যুর (যখন তিনি জাপানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন) খবর আয়োজকদের কিছুটা দুশ্চিন্তায় ফেলে।

একজন পেশাদারী শিল্পী হিসেবে প্রতিশ্রুতি মোতাবেক ( শিল্পীর মুখে, মায়ের কাছ থেকে শিক্ষা নেয়া) মায়ের মৃত্যুর শোক কাটিয়ে মন শক্ত করে যথাসময় জাপান চলেও আসেন তিনি। জাপানে শিল্পী বেবী নাজনীনের আসার সংবাদে মেলার আয়োজকদের স্বস্তির নিঃশ্বাসের পাশাপাশি প্রবাসীদের মধ্যে আনন্দের বন্যা বইতে শুরু করে।

২১ এপ্রিল মেলার দিন সকাল থেকেই প্রবাসীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বেবী নাজনীন।

যথা নিয়মে অনুষ্ঠানসূচী অনুযায়ী সব কিছু স্বাভাবিকভাবেই চলতে থাকে। সবাই সব কিছু ভুলে সব অনুষ্ঠান উপভোগে অনুষ্ঠানের সাথে একাকার হয়ে যান।

যথা সূচী অনুযায়ী সবশেষে আমন্ত্রিত শিল্পী বেবী নাজনীন বিপুল করতালির মধ্য দিয়ে ষ্টেজে উঠেন ।

যথা নিয়মে তিনি মেলা কমিটির প্রধান সমন্বয়ক, ষ্টেজে উপস্থি্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রধান সমন্বয়ককে ষ্টেজে সবার তাকে আমন্ত্রণ জানানো এবং এমন একটি আয়োজনের জন্য ধন্যবাদ জানান । একই সাথে দর্শকদেরও। বলা বাহুল্য ওই সময় ষ্টেজে উপস্থিতদের সিংহভাগই ছিল তার দলীয় সমর্থক ।

অভিবাদন পর্ব শেষ হলে তিনি একটি দেশাত্ববোধক গান “জন্ম আমার ধন্য হলো মা গো” দিয়ে শুরু করেন তার সঙ্গীত পরিবেশনা। আর, অমনি কিছু সংখ্যক দর্শকদের ‘বাঙ্গালীত্ব’ জেগে উঠে ।

এতোক্ষন যারা সব কিছু ভুলে একাকার হয়ে গিয়েছিলেন, দেশের গান শুনার পর তাদের মনে পড়ে যায় যে, ‘আমরা তো বাংলাদেশী, দেশের মানটা তো অন্তত রাখতে হবে’। হট্টগোল ছাড়া মেলা শেষ করতে দেয়াটা ঠিক হবে না। তাই, অভিবাদন পর্বে জনৈক নেতার নাম নেয়া হয়নি, যথাযথ সন্মান প্রদর্শন করা হয়নি এই অভিযোগ তুলে তুলকালাম কাণ্ড ঘটানো হয়। এমন কি দেশাত্ববোধক গানটিকে একটি রাজনৈতিক দলের লেবাস মাখিয়ে দেয়ার অপচেষ্টা করা করানো হয়। এক পর্যায়ে জাপান পুলিশের হস্তক্ষেপও কোন কাজ হয় না।

ষ্টেজে উঠে সরাসরি আক্রমণ করা হয় একজন আমন্ত্রিত জাতীয় শিল্পীর প্রতি। ‘এই মুহূর্তে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, নতুবা ষ্টেজ থেকে নামিয়ে দেয়া হবে’ ইত্যাদি ইত্যাদি বাক্য ব্যবহার করা হয়।। বেবী নাজনীন তার বিচক্ষণতার পরিচয় দিয়ে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন এবং সেই ব্যাক্তির প্রতি সন্মান প্রদর্শন করেন।

তিনি বলেন, আমি ইচ্ছাকৃতভাবে কাউকে ছোট করতে চাইনি। তারপরও যদি কারো মনে আঘাত দিয়ে থাকি, অনিচ্ছাকৃত এই আঘাত দেয়ার কারনে আমি ক্ষমা প্রার্থনা করছি।

কিন্তু কে শুনে কার অনুরোধ!

রাজনৈতিক রং তো আগেই দেয়া ছিল। তার উপর ‘ঢোলের বারি’ হিসেবে আশা মোতাবেক সন্মান না পাওয়া ।

উচ্ছৃঙ্খলতা চরম পর্যায়ে পৌছলে জাপান পুলিশ হস্তক্ষেপ করতে বাধ্য হয় । তারপরও আয়ত্বে আনতে ব্যর্থ হলে এক পর্যায়ে মেলা বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়া হয়। অনেক অনুনয় বিনয়ের পর মাত্র ২টি গান পরিবেশন করার প্রতিশ্রুতিতে অনুমতি মিলে। সেই ইতিহাস উপস্থিত সবারই জানা।

কিন্তু অনেকেরই যা জানা নেই তা হচ্ছে ‘রক্ত বন্যা’ বইয়ে দিয়ে শিল্পীকে অনুষ্ঠান করতে দেয়া/না-দেয়া “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” শ্লোগান, গায়ের জোরে ষ্টেজে উঠা, এই গুলা জাপানে বসবাসরত প্রবাসীদের ম্যানার সম্মত নয়। সভ্য সমাজে তো নয়ই ।

এই ‘জয় বাংলা’ শ্লোগানটি পাকিস্তানিদের পরাস্ত করার অন্যতম হাতিয়ার ছিল। মুক্তিযোদ্ধাদের অস্ত্রের চেয়েও শক্তিধর অস্ত্র। পরে যা জাতীয় শ্লোগানে পরিণত হয়। আজ যত্রতত্র এর অপব্যবহার সত্যি শ্লোগানটি’র প্রতি অবমাননাকরও বটে ।

তাই, “জন্ম আমার ধন্য হলো মা গো” গানটি পরিবেশনার সাথে সাথে দেশের কথা, মাতৃভূমির কথা মনে পড়ে যায়। মনে পড়ে যায় টোকিও বৈশাখী মেলার ঐতিহ্যগত হট্টগোলের ধারাবাহিকতার কথা। আর অমনি শুরু হয়ে যায় মাতৃভূমির প্রতি অগাধ ভালোবাসার প্রতিদান। এ যেন পাগলাকে সাঁকো নাড়ানোর কথা মনে করিয়ে দেয়ার মতো ।

ধন্য হে জননী মাতৃভূমি, ধন্য প্রিয় বাংলাদেশ। সত্যিই তুমি গর্বিত, এতোগুলো যোগ্য সন্তান জন্ম দেয়ার জন্য। প্রবাসেও তারা তোমার সন্মান বজায় রাখতে পেরেছে।

ধন্য তুমি ধন্য গো, সন্তানদেরকে বাঙালী করে রাখার জন্য গো ।।

rahmanmoni@gmail.com

Leave a Reply