ধান মাড়াই উৎসব: আড়িয়ল বিলে ব্যস্ত বোঙ্গা

মো. মাসুদ খান: বোরো ধান কাটার মৌসুম এখন। মুন্সীগঞ্জের শ্রীনগরের বিস্তৃত আড়িয়ল বিল এলাকায় শুরু হয়েছে আগাম পাকা ধান কাটা। ধানকাটা কৃষকদের পাশাপাশি এখন ব্যস্ত বোঙ্গা নামের যন্ত্রের সাহায্যে ধান মাড়াইকারীরা। বোঙ্গা যন্ত্রটি গ্রামে অনেকেরই জীবিকা নির্বাহ করার মাধ্যম হয়ে উঠেছে।

বাড়ির আঙিনা ও রাস্তার পাশে প্রতিদিন বোঙ্গা যন্ত্র দিয়ে শত শত মণ ধান মাড়াইয়ের কাজ করছেন মৌসুমি খুদে ব্যবসায়ীরা। আড়িয়ল বিলপার এলাকায় ধান মাড়াইয়ের কাজে ব্যস্ত কয়েক শ বোঙ্গা মেশিন। ধানের ভরা মৌসুমে শ্যালো ইঞ্জিনচালিত এ মাড়াই যন্ত্রের কদর বেড়ে যায়।

এলাকার কৃষিজীবী ছাড়াও অনেক শ্রমিক, অটোচালক, ভ্যানচালক এখন ধান মাড়াইয়ের মৌসুমি ব্যবসায় নেমেছেন।

নিয়মিত কাজের বাইরে এক লাখ থেকে তিন লাখ টাকা পুঁজি খাটিয়ে এ ব্যবসা করছেন তাঁরা। দু-একজন লোক রেখেই এ কাজ করা যাচ্ছে। প্রতি মণ ধান মাড়াই করে বোঙ্গার মালিক পান দুই কেজি ধান। জমি থেকে কেটে আনা ধান মেশিনের এক প্রান্ত দিয়ে প্রবেশ করালে অন্য প্রান্তে ধান ও খড় আলাদাভাবে বের হয়ে যায়।

বলদ দিয়ে ধান মাড়াইয়ের ঐতিহ্যবাহী পদ্ধতির তুলনায় এতে সময় লাগে বেশ কম। খরচ বাদ দিয়ে বেশ ভালোই আয় হয় একজন বোঙ্গা মালিকের।

ঈদুল ফিতরের পরপরই আড়িয়ল বিল এলাকায় শুরু হয়েছে ধান কাটা ও মাড়াই উৎসব। চলমান দাবদাহ উপেক্ষা করে ফসলের মাঠে চলছে এ বিশাল কর্মযজ্ঞ। ধান কাটা, মাড়াই, সিদ্ধ করা, রোদে শোকানোসহ নানা কাজে এখন মহা ব্যস্ত আড়িয়ল বিল এলাকার কিষান-কিষানিরা।

আড়িয়ল বিল এলাকার শ্যামসিদ্ধি গ্রামের কৃষক রশিদ বেপারী বললেন, তিনি এবার পাঁচ কানি জমিতে (১৪০ শতাংশে কানি) ধান চাষ করেছেন। ধান মাড়াইয়ের জন্য তাঁর নিজস্ব কোনো যন্ত্র নেই। একটি জমির ধান কাটার পর ভাড়া বোঙ্গা মেশিনে মাড়াই করাচ্ছেন তিনি। এ ছাড়া আধুনিক হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটাতে যন্ত্রের মালিককে দিতে হয় মোট ধানের ছয় ভাগের এক ভাগ।

বোঙ্গা ব্যবসায়ী গাদিঘাটের আলফাত হোসেন বলেন, ‘গত বছর আড়াই লাখ টাকায় একটি বোঙ্গা মেশিন কিনেছি। যন্ত্রটি চালাতে এক মাসের জন্য দুজন শ্রমিক নিয়োগ দিয়েছি। ঘণ্টায় প্রায় ১০০ মণ ধান মাড়াই হচ্ছে। খরচ বাদে এ মৌসুমে প্রায় দই লাখ টাকা আয়ের আশা করছি।’

শ্রীনগর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় এ বছর ১০ হাজার চার হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধান চাষ হয়েছে। এর মধ্যে আড়িয়ল বিলের শ্রীনগর অংশে পাঁচ হাজার হেক্টর জমিতে আগাম ধান চাষ করা হয়েছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০ হাজার মেট্রিক টন।

কালের কণ্ঠ

Leave a Reply