কাজী সাব্বির আহমেদ দীপু: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হয়ে মাঠে নেমেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। তাদের পাল্টাপাল্টি হুমকিতে উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী পরিবেশ। এ নিয়ে ভোটারদের মাঝেও শঙ্কা তৈরি হয়েছে।
দলীয় কর্মকাণ্ডে এ দুই নেতা একমঞ্চে থাকলেও ভোটের লড়াইয়ে তারা প্রতিপক্ষ হওয়ায় উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা বিভক্ত হয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক দলীয় নেতাকর্মী ও সমর্থকদের হত্যাসহ নানাভাবে হুমকি দিচ্ছেন বলে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। এ অবস্থায় নেতাকর্মীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় দুই প্রার্থীর কর্মী-সমর্থকের মধ্যে সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে ভোটারদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা লক্ষ্য করা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ৮ মে অনুষ্ঠিতব্য গজারিয়া উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন পাঁচ প্রার্থী। এর মধ্যে দু’বারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রেফায়েত উল্লাহ খান তোতা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। অপর চার প্রার্থীর মধ্যে উপজেলা যুবলীগ নেতা আবুল বাশার ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম জয় নামের দুই প্রার্থী ডামি প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। এ নির্বাচনে মূলত দুই চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খান জিন্নাহর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, তোতা মনোনয়ন প্রত্যাহার করে চাচাতো ভাই জিন্নাহকে সমর্থন দিয়ে নির্বাচনী প্রচারে নেমেছেন। অন্যদিকে দুই ডামি প্রার্থী জয় তাঁর বাবা ও বাশার তাঁর চাচা আমিরুলের পক্ষে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।
নেতাকর্মীরা আরও জানান, তারা বিভক্ত হয়ে পছন্দের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। ফলে মাঠ পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীরা চেয়ারম্যান প্রার্থী দুই নেতার রোষানলে পড়েছেন। এরই অংশ হিসেবে নির্বাচনকে সামনে রেখে দুই প্রার্থী একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের অভিযোগ, তাঁর পক্ষে থাকায় আওয়ামী লীগের শতাধিক কর্মী-সমর্থককে হত্যার হুমকি দিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। এমনকি নির্বাচনী পরিবেশ ঘোলাটে করতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জিন্নাহ ও তাঁর লোকজন নানা চক্রান্তে লিপ্ত রয়েছেন।
অপরদিকে সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী মনসুর আহমেদ খান জিন্নাহ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। এ সময় তিনি পাল্টা অভিযোগে বলেন, তাঁর পক্ষে উপজেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী এবং সাধারণ মানুষ অবস্থান নেওয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমিরুল ইসলাম ও তাঁর সমর্থকরা তাঁকে নানাভাবে হুমকি দিয়ে আসছে।
এ প্রসঙ্গে গজারিয়া থানার ওসি মো. রাজিব খান বলেন, দুই প্রার্থী নির্বাচনী প্রচারে পাল্টাপাল্টি অভিযোগ করলেও হুমকি-ধমকির ঘটনায় থানায় কোনো পক্ষই অভিযোগ করেনি।
বাউশিয়া গ্রামের ভোটার আনোয়ার হোসেন বলেন, দুই প্রার্থীর পাল্টাপাল্টি হুমকির অভিযোগের খবর শুনে ভোটাররা কিছুটা উদ্বিগ্ন। কেননা, বিগত নির্বাচনগুলোতে গজারিয়ায় হত্যাসহ একাধিক সহিংস ঘটনা ঘটেছে। তেমনি এই নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকরা সংহিস ঘটনায় জড়িয়ে পড়তে পারেন এমন আশঙ্কা করা হচ্ছে।
হোসেন্দী গ্রামের ভোটার হোসেন আলী বলেন, নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক এমন প্রত্যাশা বেশির ভাগ ভোটারের।
উপজেলা পরিষদ নির্বাচনে তিন ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন– বর্তমান ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, উপজেলা যুবলীগের নেতা সাইফুল ইসলাম মন্টু ও জুনায়েত হোসেন মনির। মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার প্রার্থী হলেন– বর্তমান ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, নুসরাত জাহান মিতু, মেহেরুন নেছা উত্তরা ও মীনা আক্তার। তারা নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন।
সমকাল
Leave a Reply