সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জের লৌহজংয়ে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এ সময় একজনকে কুপিয়ে জখম করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার (১০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বেজগাও ইউনিয়নের ছত্রিশ গ্রামে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিএম শোয়েবের নির্বাচনি ক্যাম্পে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী রশিদ শিকদারের ৮-১০ সমর্থক মিলে হামলা করে। এ সময় রকি শেখ (৩২) নামে বি এম শোয়েবের এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
আহত রকি শেখ জানান, চেয়ারম্যান প্রার্থী রশিদ শিকদারের সমর্থক সিহাদ, সামির, জয় দীর্ঘদিন যাবত তাকে রশিদ শিকদারের নির্বাচন করার জন্য বলত। কিন্তু সে রাজি হয়নি। এ কারণে ৮-১০ জন মিলে ক্যাম্পে এসে তার উপর হামলা করে।
এ বিষয়ে লৌহজং থানার ডিউটি অফিসার উপ- পরিদর্শক রোজিনা খাতুন জানান, রক্তাক্ত অবস্থা আহত রকি থানায় এসেছিলো। পরে আমরা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়েছি চিকিৎসা নেওয়ার জন্য। আহতের বাবা আমাদের নিকট অভিযোগ দায়ের করেছেন। ঘটে যাওয়া ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
এফএইচ
Leave a Reply