এসএসসিতে পাশের হারে মুন্সিগঞ্জ সদরের সেরা ১০ স্কুল

মাহবুব আলম জয়: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১২ মে) ১১টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। এরপর ওয়েবসাইটে ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল প্রকাশ করা হয়। প্রাপ্ত ফলাফল অনুযায়ী সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মুন্সিগঞ্জ সদর উপজেলায় এ বছরের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী সেরা ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফলের বিস্তারিত নিচে তুলে ধরা হলো-

এবারও সেরা দশের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৬%। ২য় অবস্থানে রয়েছে বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়। পাসের হার- ৯৫.১৭%। ৩য় অবস্থানে বানিয়াল উচ্চ বিদ্যালয়। পাসের হার- ৯৪.৩২%। চতুর্থ অবস্থানে এভিজেএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। পাসের হার ৯২%। ৫ম অবস্থানেমিরকাদিম হাজ্বী আমজাদ আলী উচ্চ বিদ্যালয়। পাসের হার ৯১.৮০%।

৬ষ্ঠ অবস্থানে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। পাসের হার ৯১.৭৮%। সপ্তম অবস্থানে বছিরন নেছা উচ্চ বিদ্যালয়। পাসের হার ৯১.৬৭%। অষ্টম অবস্থানে শহিদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়। পাসের হার- ৮৯.০৪%। নবম অবস্থানে নৈরপুকুরপাড় মিঞাবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়। পাসের হার- ৮৮.৮৯%। দশম অবস্থানে রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়। পাসের হার- ৮৭.১০%।

নিউজজি

Leave a Reply