টংগিবাড়ীতে ৩ পদেই দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা

জমে উঠেছে মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন। নতুন-পুরাতন প্রার্থী ও তাদের সমর্থকরা কোমড় বেঁধে মাঠে নেমে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এক প্রার্থী অপর প্রার্থীর বিরুদ্ধে বিষোদাগারও করছেন।

টংগিবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ছয় জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিন জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নতুন মুখের পাশাপাশি সাবেক ও বর্তমান চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরাও এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের সবাই আওয়ামী লীগের রাজনীতিতে সাথে জড়িত।

চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ (কাপ পিরিচ), মো. আরিফুল ইসলাম হালদার (উড়োজাহাজ), সাবেক ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল (আনারস), জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমানের ছেলে গোলাম রাব্বানী শান্ত (দোয়াত কলম), মাহাবুবুর রহমান (মোটরসাইকেল) ও সাদেকুর রহমান দপ্তরী (ঘোড়া)

প্রার্থী মো. আরিফুর ইসলাম হালদার দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। পদত্যাগ করে তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করছেন। তার পিতা মরহুম জগলুল হালদার ভুতু টংগিবাড়ী উপজেলা পরিষদের একাধিকবার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার চাচা কবির হালদার টংগিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

পাশাপাশি ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ টংগিবাড়ী উপজেলা পরিষদের তিন বার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এই নির্বাচনে ছয় জন চেয়ারম্যান পদের প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ ও মো. আরিফুল ইসলাম হালদারের মধ্যে।

এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান নাহিদ খান (তালা), উপজেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান ডিউক মাঝি (টিয়া পাখি) ও নুর মোহাম্মদ (চশমা)।

এখানে নাহিদ খান ও রেজাউর রহমান ডিউকের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে এলাকার ভোটারদের অভিমত।

মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- বর্তমান ভাইস অ্যাডভোকেট নাছিমা আক্তার (হাঁস), সাবেক ভাইস চেয়ারম্যান এমিলী পারভীন (কলস), তার মেয়ে ফারজানা হোসেন লিজা (ফুটবল) ও জেলা পরিষদের সাবেক সদস্য আকলিমা আক্তার (প্রজাপতি)।

এখানে বর্তমান ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাছিমা আক্তার ও সাবেক ভাইস চেয়ারম্যান এমিলী পারভীনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে এলাকার ভোটারদের ধারণা।

আগামী ২১ মে দ্বিতীয় ধাপে এই উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপজেলার ১৩টি ইউনিয়নে ভোটার প্রায় এক লাখ ৮৮ হাজার জন।

অবজারভার

Leave a Reply