জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ বক্তৃতা প্রতিযোগিতায় (ঘ-বিভাগ) শ্রেষ্ঠ হয়েছেন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের ফারজানা রিচি। সে শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের হোগলাগাঁও গ্রামের মো. খবির হোসেনের কন্যা। তিনি শ্রীনগর সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।
ফরজানা রিচি সোমবার (১৩ মে) আঞ্চলিক কার্যালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ বক্তৃতা প্রতিযোগিতা ঢাকা বিভাগের শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
জানা গেছে, ফারজানা রিচি লেখা পড়ার পাশাপাশি “রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর” নামক সামাজিক সংগঠনের সহকারী পরিচালকের দায়িত্ব পালন করছেন। গত কয়েক বছরে এই কৃতি শিক্ষার্থী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ জেলা ও বিভাগীয় পর্যায়ে কবিতা, আবৃত্তি, বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেন।
ফারজানা রিচি জানান, এখন জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন করাই তার একমাত্র লক্ষ্য। তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।
নিউজজি
Leave a Reply