মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে একদিনের রিমান্ডে আনা হবে মিঠুকে।
রোববার দুপুরে মিঠুকে আদালতে তোলা হলে গজারিয়ার আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার ভোটকেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় মিঠুকে একদিনের রিমান্ডের আদেশ দেন।
পুলিশের পক্ষ থেকে তাকে সাত দিনের রিমান্ডে চাওয়া হয়েছিল।
এর আগে গতকাল শনিবার রাত ৯টার দিকে ঢাকার শাহজাহানপুরের একটি বাড়ি থেকে অভিযান চালিয়ে মনিরুল হক মিঠুকে গ্রেপ্তার করে পুলিশ।
মুন্সীগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক মো. জামাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।
গত ৮ মে সকাল থেকে হোসেন্দি বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলছিল। ওই কেন্দ্রে চেয়ারম্যান মিঠু ও তার লোকজন প্রভাব বিস্তারের চেষ্টা করেন। বেলা আড়াইটার দিকে মিঠু লোকজন নিয়ে ওই কেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনিয়ে নেন।
এ সময় তারা আনারস প্রতীকে সিল মারেন। এতে দেড় ঘণ্টা ধরে ভোটগ্রহণ বন্ধ থাকে। বেলা সাড়ে ৩টার দিকে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। কিন্তু আবারও কেন্দ্রটি দখলের চেষ্টা করেন তারা। এ সময় ওই কেন্দ্রের দিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. বদিউজ্জামান এলে তার গাড়ি ভাঙচুর করেন মিঠুর লোকজন।
ঘটনা শুনে কেন্দ্রের ভেতরে থাকা পুলিশ সদস্যরা বাইরে বেরিয়ে এলে তাদের ওপর মুহুর্মুহু ইটপাটকেল, লাঠিসোঁটা, হাতবোমা নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করে পুনরায় ওই কেন্দ্রের দখল নেয়ার চেষ্টা করেন মিঠুরা। তাদের হামলায় সাদ্দাম (২৪) ও সোহাগ (২৫) নামে দুই পুলিশ আহত হন।
পরদিন বৃহস্পতিবার ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার চেষ্টা, কেন্দ্র দখল, গাড়ি ভাঙচুর ও অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধার অভিযোগে গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদ হাসান বাদী হয়ে মামলা করেন। মামলায় হোসেন্দি ইউপি চেয়ারম্যান মিঠুকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়।
ব্যালট পেপার ছিনতাই ও দখলের দৃশ্য ধারণ করার সময় দৈনিক মানবজমিনের মুন্সীগঞ্জ প্রতিনিধি ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি গোলজার হোসেনের মুঠোফোন, আইডি ও পর্যবেক্ষক কার্ড ছিনিয়ে নিয়ে মিঠুর নির্দেশে তার ভাই-ভাতিজা, ভাগিনারা মারধর করেন। এ ঘটনায় মিঠুসহ ১৮ জনকে আসামি করে আরো একটি মামলা করেন সাংবাদিক গোলজার হোসেন। সে মামলার প্রধান আসামিও মিঠু।
সংবাদ
Leave a Reply