মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে স্কুল-কলেজে নির্বাচনী ক্যাম্প স্থাপন করা হয়েছে। দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এম মাহবুব উল্লাহ কিসমতের কর্মী-সমর্থকরা এসব নির্বাচনী ক্যাম্প করেছেন।
শ্রীনগর সরকারি কলেজের ভিতরে হোস্টেল সংলগ্ন পুকুর পাড়ে এম মাহবুব উল্লাহ কিসমতের সমর্থক ফয়সাল ও তারেকের নেতৃত্বে একটি ও উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজ মাঠে একই প্রার্থীর সমর্থক কাশেমের নেতৃত্বে নির্বাচনী ক্যাস্প স্থাপন করা হয়েছে। নির্বাচনী আচরণবিধিতে রয়েছে, কোনো সরকারি স্থাপনা দখল করে নির্বাচনী ক্যাম্প স্থাপন করতে পারবে না।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ক্যাম্প স্থাপনের ব্যাপারে প্রার্থী এম মাহবুব উল্লাহ কিসমত বলেন, ‘বিধি মেনে নির্বাচন করতে হবে। আমার কোনো সমর্থক যদি লঙ্ঘন করে ক্যাম্প স্থাপন করে তাহলে সেটা সরিয়ে ফেলা হবে।’
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা ফখরুদ্দিন শিকদার বলেন, ‘কোনো সরকারি স্থাপনায় নির্বাচনী ক্যাম্প স্থাপন করা যাবে না। এ ব্যাপারে আমরা খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।’
আগামী ২৯ মে শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রাইজিংবিডি
Leave a Reply